Saturday, January 10, 2026

উস্কানিমূলক ফেসবুক পোস্ট! পুলিশ পদক্ষেপ নিতেই হাইকোর্টে হোমগার্ড

Date:

Share post:

আর জি করের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য থেকে উস্কানিমূলক পোস্টের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দিয়েছে খোদ সুপ্রিম কোর্ট (Supreme Court)। একাধিক শুনানিতে এই ধরনের পোস্ট সরানো নিয়ে নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুলিশ সহ রাজ্যকে। সেই মতো একটি উস্কানিমূলক গানের ভিডিও সরানো নিয়ে এবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের (Barrackpur Commissionerate) বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ রাজ্য পুলিশের এক প্রাক্তন হোমগার্ড (homeguard)। যুবকের দাবি, গানের মিমিক্রি পোস্ট করার জন্য তাকে অস্থায়ী হোমগার্ডের পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

আর জি করের ঘটনার পরে ২১ অগাস্ট ব্যারাকপুর কমিশনারেটের অন্তর্গত বেলঘরিয়া থানার (Belgharia police station) অস্থায়ী হোমগার্ড কাশীনাথ পণ্ডা একটি ফেসবুক পোস্ট করেন। সেখানে একটি গানের মিমিক্রি পোস্ট করে আর জি করের ঘটনায় পদক্ষেপের দাবি জানিয়েছিলেন তিনি। তবে গানের বিষয়বস্তু নিয়ে আপত্তি জানায় ব্যারাকপুর কমিশনারেট (Barrack Commissionerate)। কাশীনাথকে ডেকে বারবার সেই পোস্ট ডিলিট করার কথা বলা হয়। তবে নিজের পোস্ট সরাতে অস্বীকার করে কাশীনাথ।

শেষ পর্যন্ত ১০ অক্টোবর অস্থায়ী ওই হোমগার্ডকে সরিয়ে দেওয়া হয়। কমিশনারেটের এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন প্রাক্তন হোমগার্ড (homeguard) কাশীনাথ পণ্ডা। আর জি করের ঘটনায় যেখানে কোনও ধরনের স্পর্শকাতর পোস্ট নিয়ে সতর্ক কলকাতা পুলিশ (Kolkata Police) সহ রাজ্য পুলিশ, সেখানে পুলিশেরই অস্থায়ী পদে থেকে এই ধরনের পোস্টে স্বাভাবিকভাবেই আঙুল উঠেছিল পুলিশ-প্রশাসনের দিকে। এই ধরনের পোস্ট উস্কানির কাজ করছিল সমাজের অন্যান্য স্তরে, মত পুলিশের একাংশের।

কাশীনাথকে অস্থায়ী চাকরি থেকে সরিয়ে দেওয়ার পরই সরব হন তিনি। এমনকি হাইকোর্টে মামলাও করেন তিনি। হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি পার্থসারথি সেন এই মামলা গ্রহণ করেন। মামলার শুনানি ১৮ অক্টোবর হওয়ার সম্ভাবনা।

spot_img

Related articles

৩১ মার্চের মধ্যে খাদানের কাজ শুরু, ২৫ হাজার কর্মসংস্থান: আশ্বাস অভিষেকের, ডিজি মাইনিং-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

বাঁকুড়া জেলার পাথর খাদান এলাকায় দাঁড়িয়ে বিপুল কর্মসংস্থানের আশ্বাস দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

মোদি রাজ্যে অমিতাভকে হেনস্থা! ভিডিও ভাইরাল সমাজমাধ্যমে 

নরেন্দ্র মোদি - অমিত শাহের গুজরাটে আক্রান্ত বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)!সুরাটে ‘ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ’-এর (indian...

ইরানে ইন্টারনেট থেকে ল্যান্ডলাইন বন্ধ করেও আন্দোলন থামেনি: ইঙ্গিত, ফিরছেন পাহলভি

ইরানে খামেনেই প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত। দেশের আর্থিক সংকট, মূল্যবৃদ্ধি ও পর্যাপ্ত সরকারি পরিষেবা না মেলার প্রতিবাদে পথে...

ভারতকে চাপে ফেলতে গিয়ে বেসামাল বাংলাদেশ, বোর্ডের বিরুদ্ধে সরব ক্রিকেটাররা

বিশ্বকাপ শুরু হতে একমাসও বাকি নেই। ভারতকে চাপে ফেলতে গিয়ে বাংলাদেশ ক্রিকেটেই(Bangladesh Cricket) গৃহযুদ্ধ।  বাংলাদেশের ক্রিকেটাররা এখনও জানেন...