বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে দাপট দেখালেও, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয় ভারতের। মাত্র ৪৬ রানে শেষ টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস। টেস্ট ইতিহাসে সর্বকালের সর্বনিম্ন স্কোরের লজ্জা গড়ল ভারত। এদিন কিউইদের সামনে ব্যাট হাতে দাঁড়াতেই পারলেন না বিরাট কোহলি, রোহিত শর্মা, সরফরাজ খান, ঋষভ পন্থরা।

গতকাল ছিল টেস্টের প্রথম দিন। কিন্তু বৃষ্টির জন্য প্রথম দিন বাতিল হয় ভারত-নিউজিল্যান্ড টেস্ট ম্যাচ। দ্বিতীয় দিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু ব্যাট করতে নেমে ভারতীয় ব্যাটিং দাঁড়াতেই পারল না টিম সাউদি, মাট হেনরিদের বোলিং-এর সামনে। ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারান ভারত অধিনায়ক রোহিত শর্মা। মাত্র ২ রানে আউট হন তিনি। এরপর শূন্য রানে ফেরেন কোহলি, সরফরাজ। ১৩ রানে আউট হন যশস্বী জসওয়াল। শূন্য রানে ফেরেন রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন। ২ রানে আউট হন কুলদীপ যাদব। ২০ রান্রে আউট হন ঋষভ পন্থ।

এই রানের সুবাদে লজ্জার নজির গড়ল টিম ইন্ডিয়া। ঘরের মাঠে এতদিন পর্যন্ত টেস্টের এক ইনিংসে সর্বনিম্ন রান ছিল ৭৫। দিল্লিতে ১৯৮৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ৭৫ রানে গুটিয়ে গিয়েছিল ভারতের ইনিংস। কিন্তু এদিন তারও কম রানে থেমে গেল রোহিত ব্রিগেড।

আরও পড়ুন- Breakfast news : ব্রেকফাস্ট নিউজ
