Saturday, August 23, 2025

সোমের বৈঠকে আসুন অনশন তুলে: জুনিয়র ডাক্তারদের ইমেলে আবেদন মুখ্যসচিবের

Date:

Share post:

বারবার তাঁদের কাছে আবেদন জানানো হচ্ছে তাঁরা যেন অনশন তুলে নেন। শনিবার ধর্মতলার অনশন মঞ্চে মুখ্যসচিবের ফোনের মাধ্যমেও অনশনরত জুনিয়র ডাক্তারদের (Junior Doctor) কাছে এই আবেদন করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। আন্দোলনকারীদের আবেদন মেনেই সোমবার নবান্নে বৈঠকের সময় দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর এই বিষয়ে জুনিয়র ডাক্তারদের কাছে ইমেল গিয়েছে মুখ্যসচিবের তরফ থেকে। সেখানে অনশন তুলে বৈঠকে যোগ দেওয়ার কথা জানিয়েছেন মনোজ পন্থ (Manoj Panth)। ইমেলে মুখ্যসচিব জুনিয়র ডাক্তারদের (Junior Doctor) জানিয়েছেন, অনশন প্রত্যাহার করে ২১ অক্টোবর নবান্নের বৈঠকে যোগ দিন। মুখ্যসচিব ইমেলে জানান,
সোমবার বিকেল ৫টায় বৈঠক হবে নবান্ন সভাঘরে।
বৈঠকে জুনিয়র ডাক্তারদের ১০ জন প্রতিনিধি থাকবেন।
কারা থাকবেন, তাদের নাম ইমেল করে আগে জানাতে হবে।
বৈঠক শুরুর আধঘণ্টা আগে অর্থাৎ বিকেল সাড়ে ৪টে নবান্নে পৌঁছতে হবে।
বৈঠকের জন্য বরাদ্দ করা হয়েছে ৪৫ মিনিট।

জুনিয়র ডাক্তারদের ফোনেও মুখ্যমন্ত্রী বলেছিলেন, সময়মতো বৈঠকে আসার জন্য। তবে মুখ্যসচিব তাঁর ইমেলে স্পষ্ট করে জানিয়েছেন, বৈঠকে যোগ দিতে অনশন তুলে আসতে হবে।

শুক্রবার, ধর্মঘটের হুমকি দিয়েছিলেন জুনিয়র ডাক্তার। শনিবার বেলা দুটোর আগেই ধর্মতলার অনশনমঞ্চে পৌঁছে যান রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। সঙ্গে রাজ্যের স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী এবং কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। আর সেখানে মুখ্যসচিবের ফোনে মুখ্যমন্ত্রী কথা বলেন অনশনকারী-সহ আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে। বারবার তিনি অনুরোধ করেন অনশন তুলতে। জানান, আগের দাবির বেশিরভাগ মানা হয়েছে। বৈঠকে বসতে চাইলে মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে বসুন জুনিয়র ডাক্তাররা। কিন্তু আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রীর সঙ্গেই বৈঠক করতে চান। কিন্তু মমতা জানান, মঙ্গলবার পর্যন্ত তাঁর অন্য কর্মসূচি আছে। তবে, জুনিয়র ডাক্তারদের আবেদন মেনে সোমবার ওই বৈঠকের সময় দেন মুখ্যমন্ত্রী। তবে আন্দোলনকারীদের শারীরিক অবস্থার কথা ভেবে অনশন তুলে নেওয়ার আবেদন জানান মুখ্যমন্ত্রী। এরপর মুখ্য সচিবের চিঠিতেও সেই একই আবেদন।







spot_img

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...