Wednesday, December 24, 2025

হিজবুল্লার গুপ্তধন! আন্ডারগ্রাউন্ড বাঙ্কারে বিপুল টাকা-সোনার হদিশ

Date:

Share post:

ইজরায়েল-হামাস-হিজবুল্লা যুদ্ধ অব্যাহত। হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছে। লক্ষ লক্ষ মানুষ গৃহহীন। এরই মাঝে ইরানের মদতপুষ্ট হিজবুল্লার গুপ্তধন খুঁজে পেল ইজরায়েল সেনা। সেখানে বিপুল পরিমাণে অর্থ এবং সোনা পাওয়া গিয়েছে। জঙ্গিরা এই অর্থভাণ্ডার থেকেই টাকা নিয়ে কাজ চালাত বলে মনে করা হচ্ছে।

হিজবুল্লাকে নিকেশ করাই এখন একমাত্র লক্ষ্য ইজরায়েল সেনা। রবিবার রাতে ৩০টি হিজবুল্লা ঘাঁটিতে হামলা চালায় ইজরায়েল। তার মধ্যে আল কার্দ আল হাসানের অধীনস্থ একাধিক ভবন। আল কার্দ আল হাসানকে ইজরায়েল এবং আমেরিকা দুই দেশই হিজবুল্লার অর্থভাণ্ডার হিসাবে চিহ্নিত করেছিল।

ইজরায়েলি সেনার মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানিয়েছেন,”গোয়েন্দা বিভাগের পরামর্শ মতো হিজবুল্লার একটি নির্দিষ্ট ঘাঁটি বেইরুটের মাঝখানে অবস্থিত আল সাহেল হাসপাতালের তলায় আন্ডারগ্রাউন্ড বাঙ্কার রয়েছে সেখানে আমরা হামলা করিনি। মনে করা হচ্ছে সেখানে ৫০ কোটি ডলার এবং বিপুল পরিমাণ সোনা রয়েছে। এই টাকা ব্যবহার করে লেবাননকে নতুন করে তৈরি করা যাবে।” আল কার্দ আল হাসানের অন্যান্য বিল্ডিংয়ে নেতানিয়াহুর সেনা হামলা চালিয়েছে। তার মধ্যে একটি ভল্টে ১০ কোটি ডলার এবং সোনা ছিল বলে জানা গিয়েছে। সেই অর্থ ধ্বংস হয়ে গিয়েছে কিনা তার কোনও খবর মেলেনি।

দক্ষিণ গাজায় নতুন করে অভিযান চালিয়ে হামাস প্রধান ইয়া সিনওয়ারকে হত্যা করেছে ইজরায়েল সেনা। তাঁর গোপন বাঙ্কার এবং তাতে কী কী ছিল সেই ভিডিও দেখিয়েছে তাঁরা। সিনওয়ারের বাঙ্কারের ছিল সুসজ্জিত রান্নাঘর, একাধিক বাথরুম। বাঙ্কার থেকে প্রচুর পরিমাণ নগদ উদ্ধার হয়েছে। টাকার ছবি ইতিমধ্যে সামনে এসেছে। অন্যদিকে, সিনওয়ারের স্ত্রী ২৭ লক্ষ টাকার ব্যাগ ব্যবহার করতেন বলেও খবর ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন- কেন্দ্রীয় অর্ডন্যান্স ফ্যাক্টরিতে বড়সড় বিস্ফোরণ! মুখে কুলুপ কর্তাদের


spot_img

Related articles

মেগা মিটিংয়ে জট কাটার ইঙ্গিত, আইএসএল নিয়ে আশার আলো

বছর শেষে আইএসএল(ISL) নিয়ে আশার আলো। বড়দিনের আগের সন্ধ্যায় ফেডারেশন (AIFF) গঠিত কমিটির সঙ্গে আলোচনায় বসেছিলেন ক্লাব জোটের...

মন্ত্রিসভার বৈঠকে সিলমোহর, মাদার ডেয়ারি এখন বাংলার ডেয়ারি

মাদার ডেয়ারির সঙ্গে জুড়ছে বাংলার ডেয়ারি। ফলে মাদার ডেয়ারির নাম বদলে হচ্ছে বাংলার ডেয়ারি। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এমনই...

ফের জমবে আড্ডা! আদালতের স্থগিতাদেশে ১৬ দিন পর খুলল গ্লেনারিজের বার 

দার্জিলিং সফর মানেই গ্লেনারিজে বসে আড্ডা—এই ধারণার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পাহাড় শহরের ঐতিহ্যবাহী এই রেস্তোরাঁ। সেই গ্লেনারিজের বার...

শান্তির দীপ এসো ঘরে ঘরে: নিজের লেখা-সুর করা গান পোস্ট করে ‘Merry Christmas’ জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে চূড়ান্ত ব্যস্ততা। তার মধ্যে থেকেই নিয়মিত ছবি আঁকেন, কবিতা লেখেন, গান লেখেন, সুর দেন...