Wednesday, December 24, 2025

‘ডানা’র তিনগুণ শক্তি নিয়ে আছড়ে পড়ল সাইক্লোন ‘ট্রামি’, তোলপাড় ফিলিপিন্স

Date:

Share post:

এদিকে যখন ওড়িশা উপর দিয়ে ও পশ্চিমবঙ্গের কান ঘেঁষে বয়ে গিয়েছে ‘ডানা’র (Dana)। আর সেই সময় ঠিক চিন সাগরে তৈরি হওয়া সাইক্লোন (Cyclone) ‘ট্রামি’তে (Trami) কার্যত লন্ডভন্ড দ্বীপরাষ্ট্র ফিলিপিন্স (Philippines)। স্থানীয়ভাবে যার নাম ক্রিস্টিন (Crishitin)। গতি ছিল ২৬০ কিমি প্রতি ঘণ্টা। গ্রীষ্মমণ্ডলিয় ঝড় ‘ট্রামি’ আছড়ে পড়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দ্বীপরাষ্ট্রে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। দেড় লক্ষাধিক মানুষ এখনও পর্যন্ত ঘরছাড়া।

সরকারি তরফে জানান হয়েছে, ফিলিপিন্সের উত্তর-পূর্ব উপকূলের স্থলভাগের কাছে ‘ট্রামি’ ঝড় আছড়ে পড়ার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। ল্যান্ডফলের সময় এর গতিবেগ ছিল ১২০ কিমি প্রতি ঘণ্টা। পরে গড় গতিবেগ ছিল ঘণ্টায় ১০০-১১০ কিমি প্রতি ঘণ্টা। ‘ট্রামি’ (Trami) স্থানীয় ভাবে তীব্র গ্রীষ্মমণ্ডলিয় ঝড় ‘ক্রিস্টিন’ (Trami) নামে পরিচিত। ফিলিপিন্সের ইসাবেলা প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ডিভিলাকানে বৃহস্পতিবার আছড়ে পড়ে এই ঝড়। যার প্রকোপে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয় ফিলিপিন্সের উত্তর-পূর্ব উপকূলের বিস্তীর্ণ এলাকায়। প্রবল বর্ষণে জায়গায় জায়গায় ভূমিধসও হয়। ‘ট্রামি’র প্রভাব পড়েছে ফিলিপিন্সের প্রধান দ্বীপ লুজোনের জনজীবনের উপরেও। সমুদ্রের সুউচ্চ ঢেউ এসে ভাসিয়ে দিয়ে গিয়েছে উত্তর-পূর্বের উপকূলবর্তী অঞ্চলগুলিকে। সমুদ্র তীরবর্তী অনেকগুলি গ্রামে বাড়িঘর ভেঙে পড়েছে।

ফিলিপিন্সের ‘সিভিল ডিফেন্স অফিস’ (Civil Defence Office) জানিয়েছে, দ্বীপরাষ্ট্রের প্রায় দু’লক্ষ মানুষ ঘরবাড়ি ছেড়ে ঠাঁই নিয়েছেন আশ্রয় শিবিরগুলিতে। জলের ঢেউ বাড়ির ছাদ পর্যন্ত পৌঁছে যাওয়ার পরে অনেকেই বাড়ি ছাড়তে বাধ্য হন। সমুদ্রের জলের সঙ্গে বয়ে আসা কাদা এবং আগ্নেয়কাদায় বহু গাড়ি এবং বাড়িঘর কার্যত চাপা পড়ে গিয়েছে। সেই সব ছবি এবং ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে।

আরও পড়ুন- ট্রাম্পের বিরোধিতা করে হ্যারিসকে খোলা চিঠি ১০ নোবেলজয়ীর


 

spot_img

Related articles

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন অবৈধ, পুনর্নির্বাচনের নির্দেশ হাইকোর্টের

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন নিয়ে বড়সড় পর্যবেক্ষণ হাইকোর্টের। চেয়ারম্যান চঞ্চল কুমার খাঁড়ার নির্বাচন পদ্ধতিকে অবৈধ ঘোষণা করল কলকাতা...

ফের রক্তাক্ত কোচবিহার: দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা

ফের দুষ্কৃতী দৌরাত্ম্য কোচবিহারে। দিনহাটার (Dinhata) বাড়ি থেকে বেরোতেই গুলি চালানো হয় তৃণমূল নেতা মিঠুন রাজভরকে লক্ষ্য করে।...

টিউশন থেকে ফেরার পথে নাবালিকাকে গলার নলি কেটে খুনের চেষ্টা! চাঞ্চল্য মালদহে 

সাতসকালে নয়, একেবারে জনবহুল সন্ধ্যার অন্ধকারে ফেরার পথে নৃশংস হামলার শিকার হল এক স্কুলছাত্রী। সোমবার সন্ধ্যায় টিউশন পড়ে...

ক্ষত্রিয় সমাজ কার্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, বিনিময় করলেন উৎসবের শুভেচ্ছা

উৎসবের মরসুমে শহর যখন আলোর সাজে সেজে উঠেছে, ঠিক তখনই জনসংযোগের চেনা মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...