Monday, November 17, 2025

বদলে যাচ্ছে সরকারি হাসপাতালের পরিকাঠামো, কী কী নির্দেশ স্বাস্থ্য দফতরের?

Date:

Share post:

এবার আর্থিক অনুদান পেতে জেলাশাসকদের পরিকাঠামোগত বাজেট প্রস্তাব তৈরির নির্দেশ দিল ন্যাশানাল হেল্থ মিশন। ষষ্ঠদশ অর্থ কমিশনের স্বাস্থ্যখাতে আর্থিক অনুদান পাওয়ার জন্য ন্যাশানাল হেল্থ মিশন জেলাশাসকদের পরিকাঠামোগত বাজেট প্রস্তাব তৈরির নির্দেশ দিল। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে জেলা হাসপাতালে কী কী প্রয়োজন তার তালিকা করতে বলা হয়েছে।

কী কী করতে হবে

* কেন্দ্রের নির্দেশ মেনে চিকিৎসকদের বিশ্রাম কক্ষ, কনসালটেশন রুম, শৌচালয়, অপারেশন থিয়েটর, লিফট, হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে আগত প্রতিবন্ধী ও প্রবীণদের জন্য উপযুক্ত র‍্যাম্প ও অন্যান্য সুবিধার জন্য সুনির্দিষ্ট প্রস্তাব পাঠাতে হবে।

* জেলাশাসক ও জেলার স্বাস্থ্য আধিকারিকদের কমিউনিটি হেল্থ সেন্টারের পাশাপাশি সেন্ট্রাল রেফারেল ইউনিটের পরিকাঠামো তৈরির জন্য উপযুক্ত প্রস্তাব দিতে হবে।

* স্বাস্থ্য কেন্দ্রে ২৪ ঘণ্টা চিকিৎসা পরিষেবা চালু রাখতে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্য সহায়কদের জন্য কোয়াটার তৈরির বাজেট-সহ বিস্তারিত রিপোর্ট দিতে বলা হয়েছে। এই ধরনের কোয়াটার কতগুলি তৈরি করতে হবে তা জানাতে হবে।

* হাসপাতালে মেডিক্যাল অফিসার বা বিশেষজ্ঞ চিকিৎসকদের বসার উপযুক্ত ব্যবস্থা করার নির্দিষ্ট প্রস্তাব দিতে বা হয়েছে।

* মহকুমা থেকে জেলা হাসপাতালে বেডের সংখ্যা বাড়ানোর জন্য নির্দিষ্ট প্রস্তাব দিতে বলা হয়েছে।

* জেলা ও মহকুমা হাসাপাতালে মা ও শিশুদের চিকিৎসার পরিকাঠামো বিশেষ করে সদ্যজাত শিশুদের জন্য ক্রিটিক্যাল কেয়ার ইউনিট তৈরির কথা বলা হয়েছে।

রাজ্য সরকার ২৮টি মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য নিরাপত্তা ও পরিকাঠামোগত উন্নয়নের জন্য ১১৮ কোটি টাকা খরচ করেছে। ইতিমধ্যে রাজ্যের তরফে সিসিটিভি, ওয়াশরুম, রেস্টরুম তৈরি সহ প্রায় ১০০ শতাংশ কাজ শেষও হয়ে গিয়েছে বলে দাবি।

spot_img

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...