ম্যাঞ্চেস্টার ইউনাটেডের কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হল এরিক টেন হ্যাগকে। এদিন এমনটাই জানিয়ে দেওয়া হল ম্যানইউর পক্ষ থেকে। দলের টানা ব্যর্থতার জন্য ম্যাঞ্চেস্টার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। ২০২২-র এপ্রিলে নেদারল্যান্ডসের আয়াক্স আমস্টারডাম থেকে নিয়ে আসা হয়েছিল টেন হ্যাগকে। অন্তর্বর্তী কোচ হিসাবে কাজ করবেন রুদ ভ্যান নিস্তেলরই।

এদিন ম্যানইউর পক্ষ থেকে বলা হয়, “ এরিক টেন হ্যাগকে ক্লাবে দলের ম্যানেজারের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি ২০২২ সালে এপ্রিল মাসে দায়িত্ব নিয়েছিলেন। তাঁর কোচিংয়ে আমরা দু’টি ঘরোয়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছি। ২০২৩ সালে কারাবাও কাপ এবং ২০২৪ সালে এফএ কাপ জিতেছি আমরা। আমরা এরিকের কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতের জন্য আমাদের শুভেচ্ছা থাকল। আপাতত অন্তর্বর্তী কোচ হিসাবে কাজ করবেন রুদ ভ্যান নিস্তেলরই। পরবর্তী স্থায়ী কোচ নিয়োগ না হওয়া পর্যন্ত অন্য কোচিং স্টাফদের সহযোগিতায় কাজ চালাবেন নিস্তেলরুই।“

চলতি লিগ টেবিলে বর্তমানে ১৪তম স্থানে আছে রেড ডেভিলসরা। ৯ ম্যাচ থেকে তাদের সংগ্রহ মাত্র ১১ পয়েন্ট। টানা ৮ ম্যাচে জয় নেই ম্যানইউর। ইংলিশ প্রিমিয়ার লিগ ছাড়াও, ইউরোপা লিগেও একই অবস্থা। অবশেষে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে হারতেই ধৈর্যের বাঁধ ভাঙল। রবিবার ওয়েস্ট হ্যামের কাছে ১-২ গোলে হারার পরই হ্যাগকে সরিয়ে দেয় ম্যানইউ।
