Thursday, August 21, 2025

আইপিএলে বাড়ছে রিটেনশন তালিকা জট! কলকাতা, দিল্লি, গুজরাটে অধিনায়ক বদলের সম্ভাবনা

Date:

Share post:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) নিলামের আগে ঘর ভাঙছে বড় বড় দলের। কোথাও নতুন অধিনায়কের ভাবনা আবার কোথাও আগের সিজনের পারফরমেন্সের উপর ভিত্তি করে এবারে প্লেয়ার কেনা- বেচার প্ল্যানিং শুরু হয়েছে। আর এতেই বাড়ছে রিটেনশন তালিকা জট। গত মরশুমে শাহরুখ খানের দল চ্যাম্পিয়ন হয়েছে শ্রেয়স আইয়ারের (Shreyash Iyer)নেতৃত্বে। প্রথম একাদশের চৌহদ্দিতে থাকা প্রায় সব ক্রিকেটারই দুর্দান্ত পারফর্ম করার কারণে, কেকেআর (KKR)কর্তা সেই টিম ধরে রাখতে চাইবেন। কিন্তু শোনা যাচ্ছে শ্রেয়স এইবার নিলামে ফিরতে চাইছেন। সেক্ষেত্রে তিনি না থাকলে রিঙ্কু সিং (Rinku Singh)ক্যাপ্টেন হতে পারে এমন ভাবনা চিন্তাও ঘোরাফেরা করছে বলা শোনা যাচ্ছিল। সূত্রের খবর আরও একবার আইপিএল জয়ী ক্যাপ্টেনের সঙ্গে কথা বলতে চাইছে টিম। বুধেই হবে মিটিং। নিতান্তই তিনি রিটেন হতে না চাইলে তাঁর জন্য আরটিএমও ব্যবহার করতে পারে নাইটরা। সেই সঙ্গে হর্ষিত রানারও (Harshit Rana) রিটেন হওয়ার সম্ভাবনা রয়েছে। রানাকে আনক্যাপড ক্রিকেটার হিসাবে পাচ্ছে কলকাতা নাইট রাইডারস।

গুজরাট টাইটান্স (GT) প্রথমবার IPLখেলতে নেমে হার্দিকের (Hardik Pandya)নেতৃত্বে চমকে দিয়েছিল। কিন্তু গত মরসুমে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হয়েছে। আর গুজরাট তরুণ শুভমন গিলের (Shubhman Gill) অধিনায়কত্ব বিশেষ কিছু করে উঠতে পারেনি। মেগানিলামের আগে অবশ্য আগেরবারের দলটাকেই ধরে রাখতে চাইছে গুজরাট ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে নেতৃত্বে বদল নাও আসতে পারে। শুধু তাই নয় আফগান তারকা স্পিনার রশিদ খানকেও (Rashid Khan)ছাড়তে চাইছে না দল। তাই রিটেনশন তালিকায় গিল এবং রশিদের মধ্যে কাকে রাখা হবে তা নিয়ে জটিলতা বাড়ছে। প্রথম রিটেনশন ক্রিকেটারকে সর্বোচ্চ ১৮ কোটি টাকা দেওয়া যেতে পারে। তাহলে দ্বিতীয়জনের ক্ষেত্রে টাকার অঙ্কটা প্রায় ৪ কোটি পর্যন্ত কমতে পারে। এই নিয়ে আলোচনা- চিন্তা ভাবনা করছে ম্যানেজমেন্ট। তবে শোনা যাচ্ছে সাই সুদর্শন (Sai Sudarshan)ও রাহুল তেওয়াটিয়াকেও রিটেন করা হবে।

দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)নিয়েও সমস্যা বাড়ছে। জাতীয় দলের নির্ভরযোগ্য কিপার- ব্যাটার ঋষভ পন্থ (Risabh Panth) দীর্ঘ প্রায় আট বছরের সম্পর্ক ভেঙ্গে বেরিয়ে আসতে চান বলে শোনা যাচ্ছে। আসলে পন্থ আইপিএলে অধিনায়ক হিসেবে খেলতে চান অথচ দিল্লির টিম ম্যানেজমেন্ট তাঁকে ওই পদে রাখতে চাইছে না। ফলে রিটেনশন তালিকায় নিজেই থাকতে চাইছেন না ঋষভ। সেক্ষেত্রে তারকা ক্রিকেটার যদি নিলামের রাস্তায় হাঁটেন তাতে CSK, RCB এবং LSG অবশ্যই তাঁকে পেতে চাইবে। অন্যদিকে অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদবকে রিটেনশন তালিকাতেই রাখতে চাইছে দিল্লি ক্যাপিটালস।

spot_img

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...