গতকাল হায়দরাবাদ এফসির বিরুদ্ধে দুরন্ত জয় পায় মোহনবাগান সুপার জায়ান্ট । হায়দরাবাদকে হারায় ২-০ গোলে। বাগানের হয়ে গোল মনবীর সিং এবং শুভাশিস বোস। জয়ের ফলে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে চলে আসে মোহনবাগান । আর দলের এই জয়ে খুশি বাগান কোচ জোসে মোলিনা।

ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে মোলিনা বলেন, “এই ফলে আমি খুশি। টানা জয় এবং তাও গোল অক্ষত রেখে। এটা খুবই ভাল ব্যাপার। সেই জন্যই আরও বেশি খুশি। ম্যাচটা কঠিন ছিল। কারণ, হায়দরাবাদ শুরু থেকেই আমাদের চাপে রাখার চেষ্টা করে। ওদের আক্রমণে তীব্রতা ছিল। ওদের উইঙ্গাররা দ্রুত আক্রমণে উঠছিল, যা আমাদের সমস্যায় ফেলে। তবে আমাদের ডিফেন্ডাররা আজ নিজেদের ভালভাবে গুছিয়ে রাখতে পেরেছে। ফলে আমরা গোল খাইনি। ”এরপর বাগান কোচ আরও বলেন, “মনবীর একটা ভাল সুযোগকে কাজে লাগিয়ে গোল করে এবং তারপর থেকেই আমরা ম্যাচটা নিয়ন্ত্রণে নিয়ে চলে আসি। ওদের চেয়ে আমরাই বেশি বল পায়ে রাখতে পেরেছি, গোলের সুযোগও তৈরি করেছি বেশি। দ্বিতীয়ার্ধে আরও গোল করতে পারতাম। শেষ দিকেও একাধিক সুযোগ পেয়েছি। সব মিলিয়ে দলের এই পারফরম্যান্সে আমি খুশি।”

বাগানের পরের ম্যাচ ১০ নভেম্বর । ওড়িশা এফসির বিরুদ্ধে । অ্যাওয়ে ম্যাচের আগে লম্বা ছুটি। ফুটবলারদের তিন দিনের ছুটি দিয়েছে। মোলিনা বলেন, “আত্মীয়-স্বজন-বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটানোরও সুযোগ পাবে আমাদের ছেলেরা। বৃহস্পতিবার থেকে তিন দিনের ছুটি কাটিয়ে ওরা মাঠে ফেরার পর আবার কঠোর পরিশ্রম শুরু হবে। আমাদের পরের ম্যাচও ওডিশা এফসি, ভুবনেশ্বর, ১০ নভেম্বর বেশ কঠিন হবে। সেই ম্যাচে নিজেদের সেরাটা দিতে হবে।“

আরও পড়ুন-নিজামের শহরে জয়ের হ্যাটট্রিক! হায়দরাবাদকে ২ গোলে উড়িয়ে দিল মোহনবাগান
