কালীপুজোতেই (Kalipuja) আবহাওয়ার অশনি সংকেত!দেশ জুড়ে মহা ধুমধাম করে পালিত হওয়া দীপাবলি উৎসবের (Diwali Festival) মাঝেই আবহাওয়ার ভোলবদল। IMD জানিয়েছে বঙ্গোপসাগরে বিরাট ঘূর্ণাবর্ত (Cyclonic Formation) তৈরি হওয়ায় ১৭ রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। তামিলনাড়ু, গোয়া, মহারাষ্ট্র, পুদুচেরি, কেরল এবং কর্ণাটকের একাধিক এলাকায় ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাংলাতে দুর্যোগের সম্ভাবনা কতটা?

হাওয়া অফিস বলছে, উত্তর অসমের উপর কেন্দ্রীভূত ঘূর্ণাবর্তের সিস্টেমের উপস্থিতির কারণে শুক্রবার থেকে উত্তর-পূর্বে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৌসম ভবন জানিয়েছে যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি উচ্চ-স্তরের ঘূর্ণাবর্ত এবং মান্নার উপসাগরের উপর আরও একটি ঘূর্ণাবর্ত সঞ্চালন অবস্থান করছে, ফলে সপ্তাহান্তে দেশের দক্ষিণ প্রান্তে বিচ্ছিন্ন বজ্রবিদ্যুৎ-সহ ব্যাপক বৃষ্টির আশঙ্কা থাকছে। যদিও বাংলার জন্য এই মুহূর্তে বড় কোন সতর্কতা নেই। কালীপুজোর দিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। যদিও তাতে উৎসবের মেজাজে বিঘ্ন ঘটবে না বলেই মনে করছেন হাওয়া অফিসের কর্তারা। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে।ভাইফোঁটাতে মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে রাজ্যে। উইকেন্ড থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে। রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া থাকবে।
