নিজে গান লেখেন, সুরও দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরই দুর্গাপুজোয় তাঁর গানের অ্যালবাম প্রকাশিত হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এবার অন্য চমক। দুর্গাপুজোর পরে কালীপুজোতেও গান লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। “আলোর সাথে নিশীথ রাতে মা এসেছেন ঘরে।” মমতার কথায় ও সুরে গানটি গেয়েছেন রাজ্যের মন্ত্রী তথা সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন (Indranil Sen)। অ্যালবামের গান এবং সরকারি প্রকল্পের গান লেখা ও সুর দেওয়া সবমিলিয়ে দেড়শো ছুঁল মুখ্যমন্ত্রীর সৃষ্টি। নিজের এক্স হ্যান্ডেলে মমতার গানের ভিডিও পোস্ট করে জানালেন তৃণমূলের (TMC) রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh)।১৯৭৮ সালে প্রথম বাড়িতে কালীপুজো শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) মা গায়ত্রী দেবী। সেই রীতি মেনে এখনও প্রতিবছর বাড়িতে কালীপুজোর আয়োজন করেন বাংলার মুখ্যমন্ত্রী। নিজেই তাঁর বাড়ির পুজোর, ঠাকুরের ছবি প্রকাশ্যে এনেছেন তিনি। একই সঙ্গে দুর্গাপুজোর পরে এবার তিনি গান লিখলেন কালীপুজো নিয়ে। গানের নাম “আলোর সাথে নিশীথ রাতে মা এসেছেন ঘরে।” গানটি মুখ্যমন্ত্রী লিখেছেন শুধু নয়, তিনি গানটির সুরও দিয়েছেন। গানটি গেয়েছেন ইন্দ্রনীল সেন। কুণাল লেখেন,
“আলোর সাথে নিশীথ রাতে মা এসেছেন ঘরে।
কালীপুজোয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ও সুরে নতুন গান ইন্দ্রনীলের।
গান 130+, সরকারি প্রকল্পের গান, সুর মিলে 150 গান হয়ে গেল মুখ্যমন্ত্রীর।”

আলোর সাথে নিশীথ রাতে মা এসেছেন ঘরে।
কালীপুজোয় @MamataOfficial র কথা ও সুরে নতুন গান ইন্দ্রনীলের।
গান 130+, সরকারি প্রকল্পের গান, সুর মিলে 150 গান হয়ে গেল মুখ্যমন্ত্রীর।https://t.co/5qxaZmwxpI— Kunal Ghosh (@KunalGhoshAgain) October 31, 2024
এই শ্যামাসঙ্গীতের সঙ্গে সরকারি প্রকল্পের গান মিলে মমতা বন্দ্যোপাধ্যায় ১৫০ টি গান লিখে ফেললেন।

এদিন সকাল থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালীপুজোর তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে সব তাঁদেরকে করছেন একে একে আসতে শুরু করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস-সহ অন্যান্যরা।
