তৃতীয় টেস্টেও ব্যাটিং ব্যর্থতা অব্যাহত ভারতের, দিনের ৪ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়ার রান সংখ্যা ৮৬

ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টেস্টেও ব্যাটিং ব্যর্থতা অব্যাহত ভারতের। যার ফলে প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ভারতের রান সংখ্যা ৮৬ । এদিনও ব্যাট হাতে ব্যর্থ রোহিত শর্মা , বিরাট কোহলি। অপরদিকে প্রথম দিনেই প্রথম ইনিংস শেষ নিউজিল্যান্ডের। কিউইরা করে ২৩৫ রান । বল হাতে একাই ৫ উইকেট রবীন্দ্র জাদেজার। ৪ উইকেট ওয়াশিংটন সুন্দরের। ১৪৯ রানে এগিয়ে নিউজিল্যান্ড।

ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় কিউইরা। ৪ রানে আউট হন কনওয়ে। ২৮ রান করেন অধিনায়ক টম লাথাম। রাচিন রবীন্দ্র করেন ৫ রান। ব্যাট হাতে দাপট দেখান ড্রায়াল মিচেল। ৮২ রান করেন তিনি। ৭১ রান করেন ইউল ইউয়ং। গ্লেন ফিলিপস করেন ১৭ রান। ভারতের হয়ে একাই ৫ উইকেট রবীন্দ্র জাদেজার। ৪ উইকেট ওয়াশিংটন সুন্দরের। ১ উইকেট আকাশ দীপের।

জবাবে ব্যাট করেত নেমে ধাক্কা ভারতীয় শিবিরে। ১৮ রান করে আউট হন রোহিত শর্মা। শূন্যরানে আউট হল মহম্মদ সিরাজ। ৩০ রান করেন যশস্বী জসওয়াল। ভারতের হয়ে ক্রিজে আছেন শুভমন গিল এবং ঋষভ পন্থ। ৩১ রানে অপরাজিত গিল। ১ রানে অপরাজিত পন্থ। কিউইদের হয়ে ২ উইকেট অজাজ প্যাটেলের। ১ উইকেট ম্যাট হ্যারির।

আরও পড়ুন- বুমরাহের থেকে কম টাকা রোহিতকে দিচ্ছে মুম্বই, কী বলছেন মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক?