Saturday, January 10, 2026

সংগঠন নিয়ে গুচ্ছ কর্মসূচি মমতার, দ্বিতীয় ‘নবজোয়ারের’ প্রস্তুতি অভিষেকের!

Date:

Share post:

চোখের সমস্যার কারণে লোকসভা নির্বাচনের পরে বেশি মাত্রায় রাজনৈতিক কর্মসূচি করতে পারেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। সম্প্রীতি আমেরিকা থেকে অস্ত্রোপচার করিয়ে ফিরেছেন তিনি। তৃণমূল সূত্রে খবর, ফের নব জোয়ার কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন অভিষেক। চূড়ান্ত সিদ্ধান্ত জানা না গেলেও, আগামী বছর ফেব্রুয়ারি থেকেই নবজোয়ার কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে শুরু হবে বলে খবর।প্রথম পর্যায়ে নবজোয়ার কর্মসূচিতে প্রায় ৬০ দিন বাড়ির বাইরে ছিলেন অভিষেক। রাত কাটিয়েছেন তাঁবুতে। সেই বার বিপুল সাড়া পেয়েছিলেন অভিষেক। সেই অভিযানে তৃণমূলের বেশ কিছু জায়গায় সাংগঠনিক ড‌্যামেজ কন্ট্রোল হয়েছিল। পরবর্তী নির্বাচনে তার ইতিবাচক প্রভাব পড়েছিল। এবারও একইভাবে টানা কর্মসূচি করবেন তিনি। এবারও তাঁর সফর বাংলার উত্তর থেকে দক্ষিণমুখী হবে বলেই জানা যাচ্ছে। জেলায় জেলায় সফর করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। রাত কাটাবেন তাঁবুতে।

দ্বিতীয় পর্যায়ের নবজোয়ার কর্মসূচিতে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, রাজ্যে বিরোধীদের চক্রান্তমূলক কুৎসা এবং মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচি- তিনটি বিষয়কে সামনে রেখে প্রচার করা হবে।

এর পাশাপাশি তৃণমূল (TMC) সূত্রে খবর, নভেম্বর থেকে জানুয়ারি- সংগঠনের বিভিন্ন স্তরে বেশ কিছু সময়োপযোগী পরিবর্তন আনবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। এ বিষয়ে অভিষেক-সহ শীর্ষনেতৃত্ব এবং সংশ্লিষ্ট জেলা নেতৃত্বগুলির মতামতও নেবেন তিনি। ছাত্র, যুব-সহ কয়েকটি শাখা সংগঠন এবং গণসংগঠনের কাজের মূল‌্যায়ন ইতিমধ্যেই শুরু হয়েছে। কারণ, এই সংগঠনগুলির একাংশের চূড়ান্ত নিষ্ক্রিয়তার কারণে নিবিড় জনসংযোগে তৃণমূলের বেশ কিছু সাংগঠনিক সমস‌্যা হয়েছে। বেশ কিছু রিপোর্ট ইতিমধ্যেই জমা হয়েছে। দলকে মেদমুক্ত ও কার্যকরী করে আরও বেশি গতিতে পথে নামাতে চাইছেন মমতা এবং অভিষেক দু’জনেই। ফলে কিছুক্ষেত্রে ঢেলে সাজানোর কথা ভাবা হচ্ছে।

মমতা বন্দ্যোপাধ্যায়েরও বেশ কিছু কর্মসূচি নতুন বছরে ঘোষিত হবে। জেলায় জেলায় সরকারি প্রশাসনিক বৈঠক থেকে শুরু করে দলীয় কিছু কর্মসূচিও থাকতে পারে। চোখের অস্ত্রোপচার পরে বিধিনিষেধের মধ্যে থাকার পাশাপাশি প্রয়োজনীয় হোমওয়ার্ক এগিয়ে নেবেন অভিষেক। সাংগঠনিক রদবদলেও সক্রিয় ভূমিকা নেবেন নেত্রীর সঙ্গে। তারপর ফেব্রুয়ারি থেকে নবজোয়ারের দ্বিতীয় পর্যায়ের কথা শোনা যাচ্ছে।







spot_img

Related articles

ইরানে ইন্টারনেট থেকে ল্যান্ডলাইন বন্ধ করেও আন্দোলন থামেনি: ইঙ্গিত, ফিরছেন পাহলভি

ইরানে খামেনেই প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত। দেশের আর্থিক সংকট, মূল্যবৃদ্ধি ও পর্যাপ্ত সরকারি পরিষেবা না মেলার প্রতিবাদে পথে...

ভারতকে চাপে ফেলতে গিয়ে বেসামাল বাংলাদেশ, বোর্ডের বিরুদ্ধে সরব ক্রিকেটাররা

বিশ্বকাপ শুরু হতে একমাসও বাকি নেই। ভারতকে চাপে ফেলতে গিয়ে বাংলাদেশ ক্রিকেটেই(Bangladesh Cricket) গৃহযুদ্ধ।  বাংলাদেশের ক্রিকেটাররা এখনও জানেন...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

১০ জানুয়ারি (শনিবার) ২০২৬ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১৩৭৬০ ₹ ১৩৭৬০০ ₹ খুচরো পাকা সোনা ১৩৮২৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১০ জানুয়ারি (শনিবার), ২০২৬ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...