হাওড়া মেলে বিস্ফোরণ, পঞ্জাবে আহত চার যাত্রী

ফতেগড় সাহেব (Fatehgarh Sahib) জেলার সিরহিন্দ স্টেশনের কাছে ট্রেনের সাধারণ কামরায় (general compartment) বিস্ফোরণ ঘটে।

প্রতীকী ছবি

হাওড়া মেলে (Howrah Mail) বিস্ফোরণ পঞ্জাবের (Punjab) সিরহিন্দের কাছে। ঘটনায় আহত হন চারযাত্রী। তার মধ্যে এক মহিলাও রয়েছেন। প্রাথমিক তদন্তে অনুমান ট্রেনের কামরায় বাজি (fire cracker) নিয়ে যাতায়াত করার কারণেই বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় ফের রেলে নজরদারি নিয়ে উঠেছে প্রশ্ন।

শনিবার রাত সাড়ে দশটা নাগাদ অমৃতসর (Amritsar) থেকে হাওড়াগামী হাওড়া মেল কেঁপে ওঠে বিস্ফোরণে। পঞ্জাবের ফতেগড় সাহেব (Fatehgarh Sahib) জেলার সিরহিন্দ স্টেশনের কাছে ট্রেনের সাধারণ কামরায় (general compartment) বিস্ফোরণ ঘটে। আহতদের নিয়ে যাওয়া হয় ফতেগড় সাহেব সিভিল হাসপাতালে।

ঘটনাস্থলে পৌঁছায় রেলের তদন্তকারী দল। বিস্ফোরণস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়। বিস্ফোরণের চরিত্র নিয়ে সন্দেহ রয়েছে তদন্তকারীদের মধ্যে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে একটি বালতিতে (bucket) রাখা বাজি (fire cracker) ফেটে বিস্ফোরণ হয়। যদিও কীভাবে ট্রেনের সাধারণ কামরায় যাত্রীরা বাজি নিয়ে উঠলেন, তা নিয়ে উঠেছে প্রশ্ন।