তন্ময়ের পর এক সিপিএম যুবনেতার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, বহিষ্কার করল দল

নারী নির্যাতনের অভিযোগে জর্জরিত সিপিএম। বামনেতা তন্ময় ভট্টাচার্যের পর এবার আরও এক সিপিএম নেতার নামে উঠল যৌন নির্যাতনের অভিযোগ। সম্প্রতি ৯৮ নম্বর ওয়ার্ড এলাকার বাম যুবনেতা সোমনাথ ঝায়ের বিরুদ্ধে দলেরই দুই তরুণী সদস্য সরাসরি টালিগঞ্জ-২ এরিয়া কমিটি ও কলকাতা জেলা কমিটির কাছে চিঠি দিয়ে যৌন হেনস্থার অভিযোগ তোলেন। তারপর বুধবার ওই যুবনেতাকে দল থেকে বহিষ্কার করেছে সিপিএম। এই নিয়ে তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ জানিয়েছেন, দলের মধ্যেই যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। এখন তাঁরা বুঝবেন দলীয় স্তরে মিটিয়ে নেবেন নাকি আইনি ব্যবস্থা নেবেন। সিপিএম দ্রোহের কথা বলে আর তাঁদের দলের লোকেরাই এইসব কাজ করে বেরাচ্ছেন। তাহলে নাটক করেন কেন? আপনাদের লোকেরা কুরুচিকর কাজ করেন আর আপনারা সাধু সেজে মানুষকে ভুল বোঝান? প্রসঙ্গত, যৌন হেনস্থায় অভিযুক্ত ওই বামনেতা কিছুদিন আগে পর্যন্তও আরজি কর-কাণ্ডের প্রতিবাদে পথে নেমে প্রতিবাদ করেছেন। এদিকে, শ্লীলতাহানিতে অভিযুক্ত বামনেতা তন্ময় ভট্টাচার্যকে বুধবারও তলবে সাড়া দিয়ে বরানগর থানায় হাজিরা দেন। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে ৯ নভেম্বর ফের তলব করা হয়েছে।

আরও পড়ুন- সিলিকন থেকে মহাকাশ: নতুন ট্রাম্প-জমানায় ভারত-যুক্তরাষ্ট্র প্রযুক্তি সম্পর্কের বিস্তার ও ভবিষ্যৎ