Monday, January 12, 2026

আর জি কর মামলায় সুপ্রিম নির্দেশের বিকৃত খবর! ভুল ভাঙালেন কুণাল

Date:

Share post:

আর জি করের (R G Kar issue) ঘটনার পর থেকে বিভিন্নভাবে রাজ্যকে বদনাম করতে বিকৃত খবর পরিবেশনের হিড়িক পড়ে গিয়েছে। একটি জঘন্য নারকীয় ঘটনায় যেখানে রাজ্য সরকার দোষীর সর্বোচ্চ শাস্তির দাবিতে সরব হয়েছে, সেখানে সিবিআই (CBI) তদন্তও কলকাতা পুলিশের তদন্তকে মান্যতা দেওয়াতে সিবিআইকেও কাঠগড়ায় তোলা হয়েছে। তবে তদন্তের বর্তমান ও অতীতের পদক্ষেপে যে ভুল ছিল না তা নিয়ে স্পষ্ট বার্তা বৃহস্পতিবারের শুনানিতে দিয়েছে শীর্ষ আদালত (Supreme Court)। এরপরই বিকৃত খবর পরিবেশনকারীদের পাল্টা প্রকৃত তথ্য তুলে ধরে ধুয়ে দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ।

একদিকে সিবিআই (CBI) তদন্তে মান্যতা দিয়ে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ শীর্ষ আদালতের। অন্যদিকে রাজ্য থেকে আর জি কর মামলা অন্য রাজ্যে সরানো নিয়েও কড়া বার্তা প্রধান বিচারপতির (CJI) ডিভিশন বেঞ্চের। এই প্রসঙ্গে বিকৃত খবর থেকে সতর্ক করে কুণাল জানান, “বিকৃত খবর ছড়ানোর আগে বাস্তবটা জেনে রাখুন। সুপ্রিম কোর্ট আরজিকর ধর্ষণ ও খুনের মামলায় সিবিআই তদন্ত, চার্জশিট ও বিচার শুরুর প্রক্রিয়ায় কোনো অসঙ্গতি পাননি। সবুজ সঙ্কেত দিয়েছেন। সিবিআই তদন্ত চালিয়ে যাবে ও পরবর্তী স্ট্যাটাস রিপোর্ট দেবে। এই মামলা অন্য রাজ্যের কোর্টে নিয়ে যাওয়ার আর্জি খারিজ করেছে সুপ্রিম কোর্ট।”

অল্প কিছুদিনের মধ্যে অবসরগ্রহণ করবেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (CJI D Y Chandrachud)। তবে তাতে এই মামলায় যে কোনও প্রভাব পড়বে না, এবং কেন পড়ব না তাও স্পষ্ট করে দেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ। তিনি বলেন, “প্রধান বিচারপতি অবসর নিলেও এই বেঞ্চের অন্য দুই বিচারপতি পরের বেঞ্চেও থাকবেন। ফলে অন্যান্য বিষয় নিয়ে শুনানির ধারাবাহিকতায় সমস্যা হবে না।”

এদিনের শুনানিতে দেশের সব রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা নিয়ে টাস্ক ফোর্সের রিপোর্ট পেশ হয়। এই প্রসঙ্গেও সুপ্রিম কোর্ট যে রাজ্যগুলির মতামতকে গুরুত্ব দিয়েছে এপ্রসঙ্গে কুণাল বলেন, “হাসপাতাল নিরাপত্তা নিয়ে জাতীয় স্তরের টাস্ক ফোর্সের রিপোর্ট ও সুপারিশ জমা পড়েছে। সব রাজ্যের কাছে মতামতের জন্য পাঠানো হচ্ছে।”

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...