Wednesday, November 12, 2025

আজ আমতলায় বিজয়া সম্মিলনী দিয়ে অভিষেকের জনসংযোগ শুরু

Date:

Share post:

শারীরিক সমস্যার কারণে রাজনৈতিক কর্মসূচি থেকে সাময়িক বিরতি নেওয়ার পর দেশে ফিরে ফের সক্রিয় তৃণমূল কংগ্রেসের (TMC ) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সামনে উপনির্বাচন, তার আগে শনিবার থেকেই বিজয়া সম্মিলনীর মাধ্যমে জনসংযোগ শুরু করতে চলেছেন ডায়মন্ড হারবারের সাংসদ। তাঁর নিজের লোকসভা কেন্দ্রের অধীনস্থ আমতলার কার্যালয়ে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিতেই অংশ নেবেন অভিষেক (Abhishek Banerjee)।

লোকসভা নির্বাচনের (Loksabha election) পরে চোখের চিকিৎসার জন্য বেশ কিছুদিন বাইরে থাকতে হয়েছিল তাঁকে। বিদেশে অস্ত্রোপচার করিয়ে আসার পরে দলীয় সংগঠন আরও শক্তিশালী করতে আজ থেকেই পুরোদস্তুর ময়দানে নেমে পড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (৭ নভেম্বর) তাঁর জন্মদিনে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ভালবাসায় আপ্লুত ঘাসফুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার পাশাপাশি হাত মেলানো, কেক কাটা এবং সেলফির আবদারও মিটিয়েছেন অভিষেক। দীপাবলির সন্ধ্যায় সপরিবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কালীপুজোয় উপস্থিত হয়েছিলেন সাংসদ। দলে বেশ কিছু রদবদলের সম্ভাবনার মাঝেই অভিষেক তাঁর মতামত মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন বলে খবর। পাশাপাশি তিনি ফের নবজোয়ার কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা যাচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত জানা না গেলেও, আগামী বছর ফেব্রুয়ারি থেকেই নবজোয়ার কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে শুরু হবে বলে মনে করা হচ্ছে। নবজোয়ারের প্রথম পর্যায়ে দু মাস বাড়ির বাইরে থেকে উত্তর থেকে দক্ষিণে সাধারণ মানুষের সঙ্গে পায়ে হেঁটে মিশেছেন অভিষেক। এবারেও ২০২৬ এর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে ফের একবার মানুষের দরবারে পৌঁছে যাবেন ঘাসফুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আজকের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের মধ্য দিয়েই আগামী দিনের লড়াইয়ের প্রস্তুতি শুরু করে দেবেন অভিষেক, এমনটাই মনে করা হচ্ছে।

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...