Monday, August 25, 2025

উপনির্বাচনের আগে ভয় দেখাচ্ছে কেন্দ্রীয় বাহিনী! অভিযোগ তুলে কমিশন তৃণমূল

Date:

Share post:

বাংলায় ৬ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনের আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে বেনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল (TMC)। অভিযোগ, নির্বাচনে বিজেপিকে সুবিধা করে দিতে এলাকার সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে কেন্দ্রীয় বাহিনী (Central Force)। বিজেপির ষড়যন্ত্রেই কেন্দ্রীয় বাহিনীকে বেআইনিভাবে ব্যবহার হচ্ছে বলে অভিযোগ। পাশাপাশি, অশোক স্তম্ভ নিয়ে বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তৃণমূলের প্রতিনিধিরা।

শনিবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের সদর দফতরে যায় তৃণমূলের (TMC) ৫ সদস্যের সংসদীয় প্রতিনিধি দল। ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, কীর্তি আজাদ, সুস্মিতা দেব ও সাকেত গোখলে। কমিশনকে দেওয়া চিঠিতে দলের তরফে অভিযোগ তোলা হয়েছে,
• বিজেপি নেতাদের নির্দেশ মতো বাহিনী মোতায়ন করা হচ্ছে।
• বিজেপিকে নির্বাচনে সুবিধা করে দিতে কেন্দ্রীয় বাহিনী এলাকার সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে।
• নিয়ম অনুযায়ী, কোনও নির্বাচনী কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হলে, সেই সঙ্গে স্থানীয় পুলিশ থাকা বাধ্যতামূলক। কারণ সেই জায়গা সম্পর্কে কেন্দ্রীয় বাহিনী অবগত নয়, পাশাপাশি ভাষাগত একটি সমস্যা থাকে। তবে রাজ্যপুলিশকে পাশ কাটিয়ে বিজেপির নির্দেশমতো বাহিনী মোতায়েন করা হচ্ছে।

তৃণমূলের দাবি, নিয়মমতো কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্যপুলিশকে মোতায়েন করা হোক। যাতে স্বচ্ছতার সঙ্গে নির্বাচন সম্পন্ন হয়। পাশাপাশি, অশোক স্তম্ভ নিয়ে সুকান্ত মজুমদারের বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়েছে।

আরও খবর: আলিমুদ্দিন স্ট্রিটে অভিযুক্ত তন্ময়, কী জানতে চাইল তদন্ত কমিটি!

সম্প্রতি রাজ্য পুলিশকে আক্রমণে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত বলেন, “পুলিশের উর্দি পরে তৃণমূলের দালালি করবেন না। তা যদি করেন, তবে যে টুপি ও ঘাড়ে অশোক স্তম্ভটা পরেন তা খুলে রাখুন এবং একটা হাওয়াই চটির সিম্বল লাগিয়ে নিন।” তৃণমূলের অভিযোগ, এই ধরনের মন্তব্য শুধু রাজ্য পুলিশ নয়, অশোক স্তম্ভেরও অপমান। শুধু তাই নয়, এমন মন্তব্য করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, যা আইনশৃঙ্খলার জন্য বিপজ্জনক। অশোক স্তম্ভকে অপমান করার জন্য সুকান্ত মজুমদারের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের পাশাপাশি তাঁকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদ থেকে সরানোর দাবি করেছে রাজ্যের শাসকদল।







spot_img

Related articles

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...