Saturday, January 10, 2026

পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরলে প্রতিযোগিতা থেকে সরে যাওয়ার হুমকি পিসিবির

Date:

Share post:

সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। ২০২৫ সালে পাকিস্তানে বসতে চলেছে এই মেগা টুর্নামেন্টের আসর। তবে ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসিকে জানিয়ে দিয়েছে পাকিস্তানে খেলতে যাবে না ভারতীয় দল। এই নিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছে জল্পনা। ভারত যে যাবে না পাকিস্তানকে ইতিমধ্যে সেই কথা জানিয়ে দিয়েছে আইসিসি। আর এরপরই বড় সিদ্ধান্ত নিতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলার হুমকি দিয়েছে পিসিবি।

এই নিয়ে সূত্রের খবর, ভারতীয় ক্রিকেট বোর্ড ইতিমধ্যে আইসিসিকে জানিয়ে দিয়েছে, পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাজি নয় তারা। এরপর আইসিসি-ও ভারতের ম্যাচগুলি কোনও নিরপেক্ষ দেশে আয়োজনের কথা ভাবছে। আর এতেই খুশি নয় পিসিবি। তাই পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলার হুমকি দিয়েছে। এই নিয়ে পাকিস্তানের এক সংবাদমাধ্যম জানিয়েছে, সে দেশের কেন্দ্রীয় সরকার পিসিবি-কে নির্দেশ দিতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলার জন্য। এমনকি হাইব্রিড মডেলেও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাজি নয় পিসিবি। এই নিয়েও মন্তব্য করেছে পিসিবি। এমনটাই সূত্রের খবর। এই নিয়ে পাকিস্তানের এক সংবাদমাধ্যম জানিয়েছে, পিসিবি সভাপতি জানিয়েছেন, হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি হলে খেলবে না পাকিস্তান।

সেক্ষেত্রে পাকিস্তান যদি হাইব্রিড মডেলে রাজি না হয় এবং ভারত যদি পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে রাজি না হয়, তাহলে পুরো প্রতিযোগিতাই সরিয়ে দিতে পারে আইসিসি। সে ক্ষেত্রে কোনও নিরপেক্ষ দেশে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই ক্ষেত্রে প্রতিযোগিতা শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরশাহি, দক্ষিণ আফ্রিকার মতো দেশে সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে।

আরও পড়ুন- অজিদের বিরুদ্ধে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলবেন না বিরাট-রোহিতরা, ক্ষুব্ধ গাভাস্কর

spot_img

Related articles

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...