Monday, January 12, 2026

মণিপুর ইস্যুতে সংসদীয় কমিটির বৈঠকে ঝড় তুলল তৃণমূল

Date:

Share post:

মণিপুরের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে সংসদীয় কমিটির বৈঠকে ঝড় তুলল তৃণমূল। দলের দুই প্রবীণ সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং কাকলি ঘোষদস্তিদারের আক্রমণের মুখে দাঁড়ানোর জায়গাই পেল না মোদি সরকার। তৃণমূল কংগ্রেসের একের পর এক প্রশ্নবাণে জর্জজড়িত হয়ে মঙ্গলবার কার্যত পালিয়ে গেলেন মোদি সরকারের তাবড় তাবড় আমলারা। আসলে জবাব দেওয়ার মতো কোনও উত্তরইতো নেই তাঁদের কাছে।

মঙ্গলবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে প্রকৃত অর্থেই প্রবল আক্রমণাত্মক হয়ে উঠেছিল বিরোধীরা। সবচেয়ে বেশি সরব হয়েছিলেন তৃণমূলের দুই প্রবীণ সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও কাকলী ঘোষদস্তিদার। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে এই কমিটির আলোচ্যসুচিতে কেনও রাখা হয়নি সেই প্রশ্ন তুলে সরকার পক্ষকে নাস্তানাবুদ করে ছাড়েন তৃণমূলের দুই সাংসদ। কেনও বাংলার প্রতি বিমাতৃসুলভ আচরণ করছে মোদি সরকার, তারও জবাব তলব করেন তৃণমূল সাংসদরা।

মঙ্গলবারের বৈঠকে বিরোধী শিবিরের পক্ষ থেকে এভাবেই তোপ দাগা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন ও তাঁর আমলাদের উদ্দেশ্যে৷ তাঁদের তোপের মুখে বিজেপি ও টিডিপি সাংসদদের কয়েকজনও স্বীকার করেন, মহিলাদের নিরাপত্তার মত গুরুত্বপূর্ণ বিষয়গুলি অবশ্যই কমিটির আলোচ্যসূচিতে রাখা উচিত৷ উল্লেখ্য, এদিনের স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মোদি সরকারের অস্বস্তি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন কয়েকজন বিজেপি সাংসদও৷ সরকারের তরফে যখন সাইবার নিরাপত্তা নিয়ে আলোচনা করা হচ্ছে সেই সময়েই এক বিজেপি সাংসদ জানতে চান সাইবার প্রতারণার ফাঁদে পড়ে মোট কত কোটি টাকা হারিয়েছে আমজনতা? এই প্রশ্নের কোনও উত্তর ছিল না সরকারি আমলাদের কাছে৷ এই সূত্রেই বর্ডার ম্যানেজমেন্ট ইস্যুতে মোদি সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও ডেরেক ও ব্রায়ান৷ অবিলম্বে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো এবং মহিলাদের নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে কমিটির বৈঠকে, দাবি জানান দুই তৃণমূল সাংসদ। এদিনের বৈঠকে ভোট পরবর্তী হিংসা নিয়ে আলোচনার দাবি তুলতে গিয়ে প্রত্যাখ্যাত হয়েছেন বিজেপি সাংসদ শমিক ভট্টাচার্য৷

আরও পড়ুন- জরুরি ভিত্তিতে মামলা শোনার আবেদন কীভাবে, স্পষ্ট নির্দেশ প্রধান বিচারপতি খান্নার

 

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...