Sunday, August 24, 2025

১০০ শতাংশ বুথেই ওয়েব কাস্টিং, ১৫৮৩ কেন্দ্রে চলছে ভোটগ্রহণ পর্ব

Date:

Share post:

শুরু হলো বাংলার ৬ কেন্দ্রে উপনির্বাচন পর্ব (By Election in six assembly areas)। বুধবার সকাল সাতটা থেকে রাজ্যের ছ’টি বিধানসভা আসনে মোট ১ হাজার ৫৮৩টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। সবচেয়ে বেশি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে মেদিনীপুরে। উত্তর ২৪ পরগনার দুই কেন্দ্র নৈহাটি ও হাড়োয়া থেকে শুরু করে উত্তরের দুই কেন্দ্র মাদারহাট ও সিতাই এবং মেদিনীপুর ও বাঁকুড়ার তালডাংরায় ভোট ব্যস্ততা চরমে। ভোটগ্রহণ শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

বুধবার কড়া নিরাপত্তার ঘেরাটোপে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর ছয় কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হয়েছে স্ট্রংরুম পাহারার দায়িত্বে। ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে, বুথে বুথে টহল দেবে ১০২ কোম্পানি।সিতাইয়ে ১৮, মাদারিহাটে ১৮, নৈহাটিতে ১৩, হাড়োয়ায় ১৮, মেদিনীপুরে ১৯ এবং তালডাংরায় ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। হাড়োয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মোট ভোটারের সংখ্যা ২,৬৯,১০৩ জন। তার মধ্যে ১,৩৮,৭০৫ পুরুষ, ১,৩০,৩৯৩ জন মহিলা এবং ৫ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। মোট ভোটারের মধ্যে ১৮-১৯ বছরের ভোটারের সংখ্যা ২২৫৮ জন এবং ৮৫ বছরের বেশি বয়সের ভোটারের সংখা ১২৩৯ জন। অক্সিলারি সহ মোট বুথের সংখ্যা ২৭৯টি।

নৈহাটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের মোট ভোটার সংখ্যা ১,৯৩,৮৩৪ জন। তার মধ্যে পুরুষ ৯৬,০৭৪ জন, ৯৭,৭৫২ জন মহিলা এবং ৮ জন তৃতীয় লিঙ্গের ভোটার। মোট ভোটারের মধ্যে ১৮-১৯ বছরের ভোটারের সংখ্যা ১৭৪৫ জন এবং ৮৫ বছরের বেশি বয়সের ভোটারের সংখা ৮২৭ জন। অক্সিলারি সহ মোট বুথের সংখ্যা ২১০টি।

মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে এবার প্রায় ২,৯২০০০ হাজার ভোটার রয়েছেন। ভোটগ্রহণের জন্য প্রায় ১৮০০ কর্মী নিযোগ করেছে নির্বাচন কমিশন। আছেন মহিলা ভোটকর্মীরাও।

উত্তরের কোচবিহার সিতাই বিধানসভা উপনির্বাচনে ভোট গ্রহণ কেন্দ্র আছে ৩০০ টি। ভোট কর্মী ১৫৬০ জন, এরমধ্যে রিজার্ভে আছেন ৩৬০ জন। সিতাই বিধানসভায় ভোটার আছেন ৩ লক্ষ ৫ হাজার ৫০০ জন। যার মধ্যে পুরুষ ১ লক্ষ ৫৮ হাজার ৪২১ জন ,মহিলা ১ লক্ষ ৪৭ হাজার ৭৯ জন ,ও প্রতিবন্ধী ভোটার আছেন ১৮৮১ জন। এরমধ্যে প্রবীণ নাগরিক ১৫০২ জন। নতুন ভোটার আছেন ৫৭৫৪ জন সিতাই কেন্দ্রে ভোট গ্রহণ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে ১৮ কোম্পানি ও রাজ্য পুলিশ মোতায়েন থাকবে ৯০০ জন।

বাঁকুড়ার তালডাংরা কেন্দ্রের তৃণমূল-সহ মোট পাঁচ প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ২ লক্ষ ৪১ হাজার ৪৯৭ ভোটার। এর মধ্যে পুরুষ ও মহিলা ভোটার যথাক্রমে ১ লক্ষ ২২ হাজার ৫০৯ ও ১ লক্ষ ১৮ হাজার ৯৮৮ জন। মোট ভোটগ্রহণ কেন্দ্র ২৬৪, সেক্টর সংখ্যা ৩১। জেলাশাসক সিয়াদ এন জানিয়েছেন, ১০০ শতাংশ কেন্দ্রেই ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকছে। ১ হাজার ২৬৮ জন ভোটকর্মী ভোটগ্রহণে নিযুক্ত থাকছেন বলে জানা গিয়েছে বাঁকুড়া জেলা প্রশাসন সূত্রে।

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...