লটারির মাধ্যমে টাকা তছরূপের অভিযোগ! কলকাতা-সহ শহরতলিতে ইডি তল্লাশি 

বৃহস্পতিবার সকাল থেকে শহর জুড়ে ইডি (ED)হানা। লটারির মাধ্যমে টাকা নয়ছয়ের অভিযোগের তদন্তেই কেন্দ্রীয় এজেন্সির এই অভিযান (ED Raid on Lottery Case) বলে জানা যাচ্ছে। সকাল থেকেই ইডির আধিকারিকেরা কয়েকটি দলে ভাগ হয়ে লেকটাউন (Lake Town) এবং উত্তর ২৪ পরগনার মাইকেল নগরের একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছেন বলে খবর।

বেআইনি টাকার যোগসূত্র খুঁজতে এর আগেও রাজ্যের বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় গোয়েন্দারা তল্লাশি চালিয়েছেন। ইডি সূত্রে খবর, এয়ারপোর্ট সংলগ্ন মাইকেল নগরে লটারির একটি গুদামে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। যদিও এই সংক্রান্ত কোনও তথ্য প্রকাশের নারাজ গোয়েন্দা আধিকারিকরা। লটারি প্রতারণা মামলায় (Money Laundering case) কোনও প্রভাবশালীর যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।