Tuesday, May 6, 2025

বিরসা মুন্ডার ‘দোহাই’ দিয়ে ইতিহাস বদল! বদলে গেল দিল্লির আরেক এলাকার নাম

Date:

Share post:

ইতিহাস বদলে ফেলাই রীতি নরেন্দ্র মোদির বিজেপির আমলে। দেশের সংস্কৃতি ধরে রাখার নাম করে একের পর এক বদল করা হয়েছে রাস্তা, ভবন থেকে রেল স্টেশন এমনকি শহরের নামও। সেই সঙ্গে সেই সব এলাকার সঙ্গে জুড়ে থাকা ইতিহাসও মুছে ফেলার চেষ্টা বিজেপি শাসিত কেন্দ্রের সরকারের। এবার বিরসা মুন্ডার (Birsa Munda) জন্মদিবসের অজুহাতে বদলে ফেল হল ঐতিহাসিক সরাই কালে খান চকের (Sarai Kale Khan Chowk) নাম। এই গুরুত্বপূর্ণ এলাকা বিরসা মুন্ডা চক (Birsa Munda Chowk) নামে ঘোষণা করলেন কেন্দ্রের নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল খট্টর (Manohar Lal Khattar)।

মুঘল ঐতিহ্য রাখা যাবে না, নাম পরিবর্তন করে ফেলতে হবে যত দ্রুত সম্ভব- সংকীর্ণ সাম্প্রদায়িক মানসিকতা সম্পন্ন এই নীতির বশবর্তী হয়েই বিগত দশ বছরে নাম বদলের রাজনীতিতে মোদি সরকার৷  বিরোধী শিবির এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছে৷ প্রতিবাদে গর্জে উঠেছেন খ্যাতনামা ইতিহাসবিদরাও৷  তারপরেও বদলে গেল মোঘল আমলের সরাই কালে খান চকের নাম। মোঘল আমলে (Mughal Period) গুরুত্বপূর্ণ দরবার থেকে চাঁদনি চকে যাওয়ার পথে যে এলাকায় সরাইখানা ছিল সেখানেই সুফি সন্ত কালে খানের নামে সরাই কালে খান চক পরিচিত হয়। এবার থেকে সেই জায়গার নাম থাকবে বিরসা মুন্ডা চক (Birsa Munda Chowk)।

দিল্লির গুরুত্বপূর্ণ হজরত নিজামুদ্দিন আউলিয়া রেলওয়ে স্টেশন (Nijamuddin Auliya railway station) ও শহরের বাইরের বহু দুরপাল্লার বাসের জন্য তৈরি বাসস্ট্যান্ডের সংযোগ স্থল ছিল এই সরাই কালে খান চক। শুক্রবার তার নাম পরিবর্তন করে বিরসা মুন্ডা চক রাখেন কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল খট্টর (MAnohar Lal Khattar)৷  তাঁর দাবি, আদিবাসী নেতা বিরসা মুন্ডার নামাঙ্কিত এই চওক এবার গোটা দেশের মানুষকে বাড়তি অনুপ্রেরণা জোগাবে৷ এতদিন নাম বদলের পরে বিরোধীদের পক্ষ থেকে যে প্রতিবাদ হয়েছে, বিরসা মুন্ডার নামে এই চকের নাম বদল হওয়ার সেই প্রতিবাদও থামানোর চেষ্টা মোদি সরকারের। আদিবাসী নেতার ১৫০ তম জন্মদিবসে তাঁর নামে নতুন কোনও জায়গার হলে প্রতিবাদেরও অবকাশ থাকবে না, এমনটা ধারণা করেই এবার নাম পরিবর্তনের নতুন তাস বিজেপির।

spot_img

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...