Tuesday, November 4, 2025

নিখোঁজ মহিলা-শিশুদের গচাগলা দেহ উদ্ধার মনিপুরে, অস্ত্র সরবরাহে NIA চার্জশিট

Date:

Share post:

কুকি হামলায় নিখোঁজ মেইতি (Meitei) মহিলা ও শিশুদের পচাগলা দেহ উদ্ধার হল অসম সীমান্তের কাছে জঙ্গলের ভিতর থেকে। শিলচর হাসপাতালে শুক্রবার রাতে এক মহিলা ও দুই শিশুর দেহ পাঠানো হয়। তবে এখনও তিনজন নিখোঁজ বলেই দাবি নিখোঁজ মেইতি পরিবারের। তবে এবার মনিপুর (Manipur) হিংসায় অস্ত্র সরবরাহে চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)। মিজোরামের এক অস্ত্র পাচারে অভিযুক্ত ব্যক্তি ও তার সংগঠনের নামে পেশ হয় চার্জশিট।

গত সোমবার জিরিবাম জেলার বোরোকেবরা (Borokebra) এলাকায় কুকি হামলা প্রতিরোধ করে কেন্দ্রীয় বাহিনী। মৃত্যু হয় ১০ কুকি (Kuki) জঙ্গির যাদের গ্রাম পাহারাদার বলে দাবি করে কুকিরা। বোরোকেবরার মেইতি গ্রাম জ্বালিয়ে দিয়ে লাইসরম হেরোজিত নামে এক মেইতির স্ত্রী, দুই সন্তান, শাশুড়ি, শালি ও গ্রামের একটি শিশুকে তুলে নিয়ে যায় কুকিরা। নিখোঁজ এক মহিলার এক বাঙালি বান্ধবী বিষয়টি লাইসরমকে জানায়। এরপর লাইসরমের স্ত্রী তাঁকে একবার ফোন করে কান্নাকাটিও করে। কিন্তু তারপর থেকেই তাঁর ফোন বন্ধ আসে। তাঁদের খোঁজে তল্লাশি শুরু হয় অসম-মনিপুর লাগোয়া জঙ্গলে।

শুক্রবার রাতে তিনটি পচাগলা দেহ উদ্ধার করে শিলচর হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। জানা যায় বরাক নদীতে দেহগুলি ভেসে যাওয়ার সময় উদ্ধার করা হয়। যদিও হিংসা বিধ্বস্ত জিরিবাম (Jiribam) থেকে প্রায় ৫০ কিমি দূরে শিলচরে গিয়ে দেহ সনাক্তকরণ সম্ভব হয়নি লাইসরমের পক্ষে। আর দেহ উদ্ধারের পরেই বিক্ষোভ শুরু করে মেইতি সম্প্রদায়ের মানুষ। ইম্ফল উপত্যকায় শনিবার সকাল থেকে দোকানপাট বন্ধ করে বিক্ষোভ শুরু হয়। রাজধানী শহরের পাশাপাশি চার জেলাতেও শুরু হয় মহিলাদের বিক্ষোভ।

অন্যদিকে মনিপুর হিংসার তদন্তে চার্জশিট (chargesheet) পেশ করে এনআইএ (NIA) যেখানে দাবি করা হয়েছে মিজোরামের (Mijoram) পথ ধরে মায়ানমার থেকে অস্ত্র ঢুকেছে মনিপুরে। সোলোমনা নামে এক ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়। এনআইএ-র দাবি মায়ানমার থেকে অস্ত্র জোগাড় করে সরবরাহ করা হয় মনিপুরে। গোটাটাই চালান অস্ত্র পাচারে অভিযুক্ত সোনোমনা ও তার দল। এই অস্ত্র মনিপুরে ঢোকানো হয়েছে বিভিন্ন জাতির মানুষের মধ্যে হিংসা বাড়ানোর জন্য।

spot_img

Related articles

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...

এসআইআর মামলায় দ্রুত শুনানির আর্জি ফেরাল হাই কোর্ট 

ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আবেদন মঙ্গলবারও খারিজ করল...