Sunday, January 11, 2026

নিখোঁজ মহিলা-শিশুদের গচাগলা দেহ উদ্ধার মনিপুরে, অস্ত্র সরবরাহে NIA চার্জশিট

Date:

Share post:

কুকি হামলায় নিখোঁজ মেইতি (Meitei) মহিলা ও শিশুদের পচাগলা দেহ উদ্ধার হল অসম সীমান্তের কাছে জঙ্গলের ভিতর থেকে। শিলচর হাসপাতালে শুক্রবার রাতে এক মহিলা ও দুই শিশুর দেহ পাঠানো হয়। তবে এখনও তিনজন নিখোঁজ বলেই দাবি নিখোঁজ মেইতি পরিবারের। তবে এবার মনিপুর (Manipur) হিংসায় অস্ত্র সরবরাহে চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)। মিজোরামের এক অস্ত্র পাচারে অভিযুক্ত ব্যক্তি ও তার সংগঠনের নামে পেশ হয় চার্জশিট।

গত সোমবার জিরিবাম জেলার বোরোকেবরা (Borokebra) এলাকায় কুকি হামলা প্রতিরোধ করে কেন্দ্রীয় বাহিনী। মৃত্যু হয় ১০ কুকি (Kuki) জঙ্গির যাদের গ্রাম পাহারাদার বলে দাবি করে কুকিরা। বোরোকেবরার মেইতি গ্রাম জ্বালিয়ে দিয়ে লাইসরম হেরোজিত নামে এক মেইতির স্ত্রী, দুই সন্তান, শাশুড়ি, শালি ও গ্রামের একটি শিশুকে তুলে নিয়ে যায় কুকিরা। নিখোঁজ এক মহিলার এক বাঙালি বান্ধবী বিষয়টি লাইসরমকে জানায়। এরপর লাইসরমের স্ত্রী তাঁকে একবার ফোন করে কান্নাকাটিও করে। কিন্তু তারপর থেকেই তাঁর ফোন বন্ধ আসে। তাঁদের খোঁজে তল্লাশি শুরু হয় অসম-মনিপুর লাগোয়া জঙ্গলে।

শুক্রবার রাতে তিনটি পচাগলা দেহ উদ্ধার করে শিলচর হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। জানা যায় বরাক নদীতে দেহগুলি ভেসে যাওয়ার সময় উদ্ধার করা হয়। যদিও হিংসা বিধ্বস্ত জিরিবাম (Jiribam) থেকে প্রায় ৫০ কিমি দূরে শিলচরে গিয়ে দেহ সনাক্তকরণ সম্ভব হয়নি লাইসরমের পক্ষে। আর দেহ উদ্ধারের পরেই বিক্ষোভ শুরু করে মেইতি সম্প্রদায়ের মানুষ। ইম্ফল উপত্যকায় শনিবার সকাল থেকে দোকানপাট বন্ধ করে বিক্ষোভ শুরু হয়। রাজধানী শহরের পাশাপাশি চার জেলাতেও শুরু হয় মহিলাদের বিক্ষোভ।

অন্যদিকে মনিপুর হিংসার তদন্তে চার্জশিট (chargesheet) পেশ করে এনআইএ (NIA) যেখানে দাবি করা হয়েছে মিজোরামের (Mijoram) পথ ধরে মায়ানমার থেকে অস্ত্র ঢুকেছে মনিপুরে। সোলোমনা নামে এক ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়। এনআইএ-র দাবি মায়ানমার থেকে অস্ত্র জোগাড় করে সরবরাহ করা হয় মনিপুরে। গোটাটাই চালান অস্ত্র পাচারে অভিযুক্ত সোনোমনা ও তার দল। এই অস্ত্র মনিপুরে ঢোকানো হয়েছে বিভিন্ন জাতির মানুষের মধ্যে হিংসা বাড়ানোর জন্য।

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...