Wednesday, August 20, 2025

যাদবপুরের বিশেষজ্ঞদের সাহায্যে পার্ক সার্কাস বাজার সংস্কার, দ্রুত শুরু কাজ

Date:

Share post:

এবার শীঘ্রই পার্ক সার্কাস বাজারের (Park Circus Market) সংস্কার নিয়ে পদক্ষেপ কলকাতা পুরসভার (Kolkata Corporation)। বাজারটির অবস্থা খুবই শোচনীয়। যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে। বাজার সংস্কার করতে হলে দোকানদারদের সরিয়ে দিতে হবে। জানা গিয়েছে, অস্থায়ী বাজার তৈরি হবে পার্ক সার্কাস ময়দানে। ময়দানে সেই কাজ কীভাবে, কোথায় হবে, তা দেখতে বৃহস্পতিবার পার্ক সার্কাস ময়দানে গিয়েছিলেন পুর প্রতিনিধি দল। ছিলেন পুরসভার উদ্যান বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমার, বাজার বিভাগের মেয়র পারিষদ আমিরুদ্দিন-সহ অন্যান্য পুরসভার কর্তারা।

ঠিক হয়েছে, পার্ক সার্কাস ময়দানের ভিতরে জিমখানা টেনিস ক্লাবের (Jimkhana tennis club) পূর্ব দিকে সেই অস্থায়ী বাজার তৈরি হবে। অন্যদিকে নিউ মার্কেটের পুরনো বাজার সংস্কারের ক্ষেত্রেও খানিকটা জটিলতা তৈরি হয়েছে। সেই কারণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) সাহায্য নিতে হবে কলকাতা পুরসভাকে। কারণ সেখানে কাজ করতে গেলে কমপক্ষে ৫০ শতাংশ দোকান অন্য জায়গায় সরাতে হবে। না হলে মাটি খুঁড়ে টাইবিম বানানো সম্ভব নয়। এদিকে এত দোকান সরানোর অসম্ভব। তাই যাদবপুরের বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক হবে। কীভাবে কাজ করা সম্ভব, তার পরামর্শ নেওয়া হবে। বৈঠক হবে ব্যবসায়ীদের সঙ্গেও।

৩৮৮টি দোকান রয়েছে পার্ক সার্কাস মার্কেটে (Park Circus Market)। এর মধ্যে আড়াইশোর অল্প বেশি দোকানের জন্য ময়দানে আলাদা স্টল হবে। মাছ, সব্জি, ফলের বাজারের জন্য আলাদা জায়গা হবে। দেবাশিস কুমার জানিয়েছেন, শীঘ্রই ময়দানে শুরু হবে অস্থায়ী বাজার তৈরির কাজ।

পুরসভা সূত্র জানা গিয়েছে, পুরনো বাজার ভেঙে প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হবে আধুনিক মানের বাজার। আপাতত দোতলা বাজার নির্মাণ হবে। পরবর্তীতে ওই ভবনটি আটতলা করা হবে। দোতলা থেকে আটতলা পর্যন্ত নিলামে বিক্রি করবে পুরসভা। গাড়ি রাখার ব্যবস্থা থাকবে বেসমেন্টে।

spot_img

Related articles

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...

ব্যস্ত দিনে শহরে বিশৃঙ্খলার চেষ্টা, গ্রেফতার ISF বিধায়ক ও সমর্থকরা

কেন্দ্রের জনবিরোধী নীতির বিরোধিতায় লাগাতার বিরোধী দলগুলি সংঘবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে সংসদে। অধিবেশন চলাকালীন যেমন সংবিধান সংশোধনী...

সেমিফাইনালের প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে রুখে দিল DHFC

যুবভারতীতে ডুরান্ড সেমিফাইনালে (Durand Cup Semi final) খেলতে নেমে প্রথম ৪৭ মিনিটে লাল হলুদ মশালকে নিষ্প্রভ করে দিল...