Wednesday, November 5, 2025

যাদবপুরের বিশেষজ্ঞদের সাহায্যে পার্ক সার্কাস বাজার সংস্কার, দ্রুত শুরু কাজ

Date:

Share post:

এবার শীঘ্রই পার্ক সার্কাস বাজারের (Park Circus Market) সংস্কার নিয়ে পদক্ষেপ কলকাতা পুরসভার (Kolkata Corporation)। বাজারটির অবস্থা খুবই শোচনীয়। যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে। বাজার সংস্কার করতে হলে দোকানদারদের সরিয়ে দিতে হবে। জানা গিয়েছে, অস্থায়ী বাজার তৈরি হবে পার্ক সার্কাস ময়দানে। ময়দানে সেই কাজ কীভাবে, কোথায় হবে, তা দেখতে বৃহস্পতিবার পার্ক সার্কাস ময়দানে গিয়েছিলেন পুর প্রতিনিধি দল। ছিলেন পুরসভার উদ্যান বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমার, বাজার বিভাগের মেয়র পারিষদ আমিরুদ্দিন-সহ অন্যান্য পুরসভার কর্তারা।

ঠিক হয়েছে, পার্ক সার্কাস ময়দানের ভিতরে জিমখানা টেনিস ক্লাবের (Jimkhana tennis club) পূর্ব দিকে সেই অস্থায়ী বাজার তৈরি হবে। অন্যদিকে নিউ মার্কেটের পুরনো বাজার সংস্কারের ক্ষেত্রেও খানিকটা জটিলতা তৈরি হয়েছে। সেই কারণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) সাহায্য নিতে হবে কলকাতা পুরসভাকে। কারণ সেখানে কাজ করতে গেলে কমপক্ষে ৫০ শতাংশ দোকান অন্য জায়গায় সরাতে হবে। না হলে মাটি খুঁড়ে টাইবিম বানানো সম্ভব নয়। এদিকে এত দোকান সরানোর অসম্ভব। তাই যাদবপুরের বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক হবে। কীভাবে কাজ করা সম্ভব, তার পরামর্শ নেওয়া হবে। বৈঠক হবে ব্যবসায়ীদের সঙ্গেও।

৩৮৮টি দোকান রয়েছে পার্ক সার্কাস মার্কেটে (Park Circus Market)। এর মধ্যে আড়াইশোর অল্প বেশি দোকানের জন্য ময়দানে আলাদা স্টল হবে। মাছ, সব্জি, ফলের বাজারের জন্য আলাদা জায়গা হবে। দেবাশিস কুমার জানিয়েছেন, শীঘ্রই ময়দানে শুরু হবে অস্থায়ী বাজার তৈরির কাজ।

পুরসভা সূত্র জানা গিয়েছে, পুরনো বাজার ভেঙে প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হবে আধুনিক মানের বাজার। আপাতত দোতলা বাজার নির্মাণ হবে। পরবর্তীতে ওই ভবনটি আটতলা করা হবে। দোতলা থেকে আটতলা পর্যন্ত নিলামে বিক্রি করবে পুরসভা। গাড়ি রাখার ব্যবস্থা থাকবে বেসমেন্টে।

spot_img

Related articles

অবাধে কাজ করছে BLO-রা, কমিশনের ব্যাখ্যার পরেও কুৎসা! জবাব তৃণমূলের

অতি দ্রুত এসআইআর প্রক্রিয়া শুরু। একাধিক সমস্যার মধ্যেও সক্রিয়ভাবে যোগদান বিএলও-দের। বাড়ি বাড়ি ফর্ম ফিলাপের (form fill up)...

মদনমোহন মন্দিরে রাস উৎসবের সূচনা, ভক্তদের ভিড়ে মুখর কোচবিহার

রাজআমলের প্রথা মেনে কোচবিহারের মদনমোহন মন্দিরে শুরু হল রাস উৎসব। এদিন সন্ধ্যায় দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি ও কোচবিহারের...

বিজেপির এসআইআর ষড়যন্ত্র: ব্য়র্থ করে দিতে স্লোগান মুখ্যমন্ত্রীর

বাংলায় হালে পানি পাচ্ছে না বিজেপি। ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির ‘আবকি বার ৪০০ পারে’র প্রচার মুখ থুবড়ে পড়েছে।...

সেটে গুরুতর অসুস্থ জিতু! ভর্তি হাসপাতালে

আচমকা শুটিং সেটে গুরুতর অসুস্থ অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। বুধবার, 'এরাও মানুষ'-এর সেটে আচমকাই বুকে ব্যথা অনুভূব...