Monday, August 25, 2025

টিম ইন্ডিয়াকে একের পর এক খোঁচা অস্ট্রেলিয়ার, এবার নিশানায় বিরাট

Date:

Share post:

২২ নভেম্বর থেকে শুরু হতে চলেছে বর্ডার-গাভাস্কর ট্রফি। পারথে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। তবে এই ম্যাচে নামার আগে অন্য এক খেলায় নেমেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। টিম ইন্ডিয়ার একের পর এক ক্রিকেটার থেকে কোচকে নিশানা করে চলেছেন তারা। প্রথমে রিকি পন্টিং, টিম পেইন । আর এবার গ্লেন ম্যাকগ্রা। এক সাক্ষাৎকারে বিরাট কোহলিকে নিশানা করলেন তিনি।

এক সাক্ষাৎকারে ম্যাকগ্রা বলেন, “ নিউজিল্যান্ডের কাছে ভারত ৩-০ হেরে অস্ট্রেলিয়ায় খেলতে এসেছে। কোনও সন্দেহ নেই যে অস্ট্রেলিয়ার হাতে অনেক অস্ত্র রয়েছে। তাই ভারতকে যতটা পারো চাপে রাখো। দেখো ওরা সেই চাপ সামলাতে পারে কি না। “ এরপরই প্রাক্তন ক্রিকেটার বলেন, “ আমার মনে হয় কোহলি একটু হলেও চাপে রয়েছে। যদি শুরুতেই দু’-একটা ইনিংসে খারাপ খেলে তাহলে আরও চাপে পড়বে। অস্ট্রেলিয়া শুরু থেকেই বিরাটকে কড়াভাবে আটকানোর চেষ্টা করবে। মাঠে অনেক কথাও হবে। শুরুতে যদি বিরাট লড়াই করতে পারে, তাহলে ও ঘুরে দাঁড়াতে পারে। কিন্তু যদি না পারে তাহলে সমস্যায় পড়বে।”

এরআগে পন্টিংও বিরাটকে নিয়ে সমালোচনা করেছেন। তিনি বলেছেন, “ গত পাঁচ বছরে বিরাট টেস্টে মাত্র দুটি সেঞ্চুরি করেছে। কোহলি না হয়ে অন্য কেউ হলে, আন্তর্জাতিক ক্রিকেটে খেলার আর সুযোগই পেত না।” পন্টিংয়ের সেই উক্তি শুনে খানিক মেজাজ হারিয়েছিলেন গৌতম গম্ভীর। তিনি পালটা বলেন, “ভারতের ক্রিকেট নিয়ে পন্টিংয়ের এত মাথাব্যথা কীসের? ওর অস্ট্রেলিয়া ক্রিকেট নিয়ে ভাবা উচিত। বিরাট-রোহিতকে নিয়ে এত চিন্তা না করলেও চলবে। ওরা দুজনেই ভারতীয় ক্রিকেটকে প্রচুর কিছু দিয়েছে। ভবিষ্যতেও অবদান রাখবে।“

আরও পড়ুন- কলকাতা ময়দানে শোকের ছায়া, অনুশীলনের মাঝেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত গোলকিপার কোচ


spot_img

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...