Sunday, November 9, 2025

প্রয়াত মুনমুন সেনের স্বামী ভরত দেববর্মা, অভিনেত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

৪৬ বছরের দাম্পত্যে ইতি, মঙ্গলের সকালে না ফেরার দেশে অভিনেত্রী মুনমুন সেনের (Moon Moon Sen) স্বামী ভরত দেববর্মা (Bharat DebVarma)। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। শোকাহত পরিবার। খবর পাওয়া মাত্রই অভিনেত্রীর বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবার সূত্রে জানা যায় এদিন সকালে ভরত শারীরিকভাবে অসুস্থ বোধ করলে তাঁকে ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। কিন্তু অ্যাম্বুলেন্স আসার আগেই সব শেষ। ৮৩ বছর বয়সে প্রয়াত মহানায়িকা সুচিত্রা সেনের (Suchitra Sen) জামাই। শোকপ্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানান এই পরিবারের সঙ্গে তাঁর আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়ে গেছিল। ভরত দেববর্মার মৃত্যুতে এক শুভাকাঙ্ক্ষী এবং কাছের মানুষকে হারিয়েছেন বলেও এদিন জানান মুখ্যমন্ত্রী। প্রাক্তন সাংসদ -অভিনেত্রী এই মুহূর্তে দিল্লিতে আছেন। তিনি কলকাতায় আসা মাত্রই গ্রিন করিডোর করে মুনমুনকে নিয়ে আসা হবে বলে জানিয়ে দেন মমতা।।

ত্রিপুরার রাজ পরিবারের সন্তানের সঙ্গে দাঁড়িয়ে থেকে নিজের মেয়ের বিয়ে দিয়েছিলেন সুচিত্রা। ক্যারিয়ারের মধ্য গগনেই মনের মানুষ খুঁজে পান মুনমুন। প্রায় সাড়ে চার দশকের দাম্পত্যের পর এবার পাকাপাকি ভরত – মুনমুনের মাঝে ব্যবধান তৈরি করে দিল মৃত্যু। ১৯৪১ সালের ২৮শে সেপ্টেম্বর জন্ম হয় ইলা দেবী ও ত্রিপুরার মহারাজা রমেন্দ্রকিশোর দেববর্মার ছেলে ভরতের। সিনেমার সঙ্গে প্রত্যক্ষভাবে কোনদিনই যুক্ত হননি তিনি। ১৯৭৮ সালের ২৪শে ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েছিলেন মহানায়িকার মেয়ের সঙ্গে। এরপর রাইমা-রিয়ার জন্ম। দুই মেয়েকেও সমানভাবে নিজেদের ক্যারিয়ারের ফোকাস করতে উৎসাহ যুগিয়ে গেছিলেন বাবা। দু-মাস আগেই বাবার জন্মদিনে আদুরে পোস্ট শেয়ার করে রাইমা (Raima Sen) জানিয়েছিলেন ভরত দেববর্মা তাঁর কাছে রকস্টার। বাবার মৃত্যুতে ভেঙে পড়েছেন রিয়া-রাইমা দুজনেই।

spot_img

Related articles

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...

১১ বলেই অর্ধশতরান! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী(Asis Kumar Chowdhury)। মোট...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...