দেশে ট্রেন দুর্ঘটনার বিরাম নেই। কোথাও না কোথাও যাত্রীদের ট্রেন দুর্ঘটনা ফল ভুগতে হচ্ছে। একের পর এক দুর্ঘটনার পরেও শিক্ষা নেয়নি রেল। আবারও ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা। আগরতলা থেকে ব্যাঙ্গালুরুগামী হামসাফার এক্সপ্রেস (Humsafar Express) লাগল আগুন। মঙ্গলবার রাতে এই দুর্ঘটনা ঘটে অসমের (Assam) ধরমতুল স্টেশনের কাছে।

ট্রেনের দুটি কামরায় আগুন লেগেছিল বলে জানিয়েছেন যাত্রীরা। চলন্ত ট্রেনে আগুন লাগায় মুহূর্তেই ছড়ায় আতঙ্ক। যাত্রীরা অনেকেই প্রাণ ভয়ে দৌড়াদৌড়ি শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনটির দুটি কামরায় (coach) আগুন লাগে। ট্রেনটির ব্রেক শু (brake shoe) থেকে আগুন ছড়ায় বলে প্রাথমিকভাবে অনুমান করছেন রেলকর্তারা। কিছুক্ষণ বাদেই আগুন অবশ্য নিয়ন্ত্রণে আসে। ঘটনায় কোন হতাহতের খবর নেই।