Saturday, May 3, 2025

যোগীরাজ্যে উপনির্বাচনে পুলিশের দাদাগিরি, বন্দুক তাক! সাসপেন্ড ৫ আধিকারিক

Date:

Share post:

উপনির্বাচনেও শান্তি বজায় রাখতে ব্যর্থ যোগী রাজ্যের পুলিশ। শান্তি প্রতিষ্ঠা তো দূরের কথা, কমিশনের নিয়ম ভেঙে সাসপেন্ড (suspend) পাঁচ পুলিশ আধিকারিক। অন্যদিকে ভোট দিতে বাধায় অভিযুক্ত খোদ পুলিশ আধিকারিক। মহিলাদের দিকে মহিলা পুলিশকর্মীর বন্দুক তাক করার ভাইরাল ভিডিও (ভিডিও-র সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ সমাজবাদী পার্টি (Samajbadi Party)।

যোগী রাজ্যে লোকসভা নির্বাচনেই সমাজবাদী পার্টির কাছে পর্যুদস্ত বিজেপি। রাজ্যের গদি ধরে রাখতে মরিয়া যোগী প্রশাসন শেষ পর্যন্ত পুলিশ বাহিনী দিয়ে নির্বাচন নিয়ন্ত্রণের খেলায় মাতলেও তাদের সেই অভিসন্ধি বিরাট অংশে রুখে দিল অখিলেশ যাদব (Akhilesh Yadav) নেতৃত্বাধীন সমাজবাদী পার্টি। নির্বাচন কমিশনের নিয়ম ভেঙে পরিচয়পত্র দেখতে অতি-তৎপরতা দেখায় উত্তরপ্রদেশ পুলিশ। সেই দুষ্কর্মের ভিডিও নিয়ে কমিশনে নালিশ জানায় সমাজবাদী পার্টি (Samajbadi Party)।

অভিযোগের ভিত্তিতে বাধ্য হয়ে পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন। উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO, EC) নবদীপ রিনভা জানান, সমাজবাদী পার্টির তরফে অভিযোগের ভিত্তিতে সাসপেন্ড (suspend) করা হয়েছে পাঁচ পুলিশ আধিকারিককে যাঁরা নিয়ম বহির্ভূতভাবে পরিচয়পত্র পরীক্ষা করছিলেন। এঁদের মধ্যে ২ জন কানপুরের, ২ জন মুজফফরনগরের ও একজন মোরাদাবাদের।

তবে এরপরেও শিক্ষা হয়নি যোগীর পুলিশের। মুজফফরনগরের (Kujaffarnagar) একাধিক সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ভোটাররা যাতে ঘর থেকে বেরোতে না পারেন তার জন্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ক্রমাগত টহল দিয়ে ভয়ের পরিবেশ তৈরি করে বলে দাবি সপা-র। কটেহরি সহ একাধিক বিধানসভা এলাকার সেই আতঙ্কের পরিবেশের ভিডিও তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়।

তবে সবথেকে মারাত্মক ঘটনা উঠে আসে মুজফফরনগরের মীরাপুর (Mirapur) এলাকায়। গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। এলাকার লোকেদের ভোট দিতে বাইরে বেরোতে নিষেধ করার ঘোষণা করা হয়। এরপর স্থানীয় মহিলারা পরিচয়পত্র নিয়ে ভোট দিতে বেরোলে তেড়ে যায় পুলিশ। এক মহিলা পুলিশ আধিকারিক এলাকার মহিলাদের সামনে বন্দুক (service rivolver) তাক করে গুলি চালানোর ভয় দেখান। গোটা ঘটনার ভিডিও নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছে সমাজবাদী পার্টি।

spot_img
spot_img

Related articles

দেশ-বিদেশ মিলছে এক সুরে! ভক্তি-ভিড়ের স্রোত দিঘার জগন্নাথ ধামে

সমুদ্রের গর্জন আর ভক্তির সুরে মিশে এক নতুন তীর্থক্ষেত্র হয়ে উঠেছে দিঘার জগন্নাথ ধাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনের...

স্থানীয় মদতে পহেলগাম হামলা! মৌলানা আজহার-ইতিহাস স্মরণ করালেন ফারুক

জঙ্গিমুক্ত কাশ্মীরের যে প্রচার নরেন্দ্র মোদি ও তাঁর বিজেপি চালিয়েছে গোটা দেশজুড়ে, সেই বার্তা যে আদতে নিজেদের ব্যর্থতা...

রুফটপ রেস্তরাঁ নিয়ে কড়া পদক্ষেপ! পুলিশের তালিকায় ৮৩টি রেস্তরাঁ 

বড়বাজারের মেছুয়া এলাকায় ভয়াবহ আগুন ও প্রাণহানির ঘটনার পর রুফটপ রেস্তরাঁ নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। কলকাতা পুরসভার তরফে...

গাফিলতি স্পষ্ট: গোধরা হত্যাকাণ্ডে ৯ কনস্টেবলের বরখাস্তের শাস্তি বহাল গুজরাট হাই কোর্টে

গাফিলতি স্পষ্ট। গুজরাটের (Gujarat) গোধরা হত্যাকাণ্ডে ৯ পুলিশ কনস্টেবলকে বরখাস্ত করার শাস্তি বহাল রাখল গুজরাট হাই কোর্ট (Gujarat...