সাতসকালে চা খেতে গিয়ে পথ দুর্ঘটনায় (Road Accident) মৃত্যু হল নিউটাউনের আনন্দপল্লি (Anandapalli , New Town) এলাকার এক ব্যক্তি। স্থানীয় সূত্রে খবর পিছন থেকে বাইক এসে ধাক্কা মারায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন এক ব্যক্তি। তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, নিউটাউন থানা (New Town Police Station) এলাকার অন্তর্গত একটি চায়ের দোকানে যাওয়ার পথেই অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে বাইক ধাক্কা মারে। দু চাকার গতি অত্যন্ত বেশি ছিল এবং সেটি বেপরোয়া ভাবেই চালানো হচ্ছিল বলে জানাচ্ছেন স্থানীয়রা। হাসপাতালে নিয়ে যেতেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতের বাড়ির লোকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। ঘাতক বাইকটিকে আটক করা হয়েছে, চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ।
