Tuesday, November 11, 2025

বাংলায় আলুর দাম বাড়িয়ে অন্য জায়গায় মুনাফা লোটা বরদাস্ত করব না: কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

“বাংলায় আলুর দাম বাড়িয়ে অন্য জায়গা থেকে মুনাফা লুটবে, আর আমি চাষীদের জন্য ইনসিওরেন্সের ব্যবস্থা করব, দুটো জিনিস একসঙ্গে চলতে পারে না। এই জিনিস আমি বরদাস্ত করব না।” রাজ্যে আলুর দাম বৃদ্ধি নিয়ে বৃহস্পতিবার, নবান্নের বৈঠক থেকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যে আলু (Potato) ও পেঁয়াজের (Onion) দাম বৃদ্ধি নিয়ে দ্রুত টাস্ক ফোর্সের মিটিং ডাকারও নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে দ্রুত সীমান্ত সিল করার নির্দেশও দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

আলু, পিঁয়াজের দাম বৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ। বাংলার মানুষ বেশি দামে আলু কিনছেন, আর মুনাফার জন্য তা রফতানি করা হচ্ছে। এই বিষয় নিয়ে চূড়ান্ত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এদিনের বৈঠকে এই বিষয় নিয়ে উষ্মা প্রকাশ করে তিনি বলেন, “আমি তো বাংলা থেকে আলু ছাড়ছিলামও। কিন্তু কী বলেছিলাম? বাংলার প্রয়োজন মিটিয়ে বিক্রি করুন, আমার তাতে কোনও আপত্তি নেই। কিন্তু কী দেখলাম? বাংলায় আলুর দাম বাড়িয়ে ভিন রাজ্যে আলু পাঠিয়ে বাড়তি মুনাফা লুটার চেষ্টা! এটা তো বরদাস্ত করব না।”

মুখ্যমন্ত্রী জানান, আলু উৎপাদনে বাংলা স্বনির্ভর। তা সত্ত্বেও কেন এ রাজ্যের মানুষকে কেন বাড়তি দাম দিয়ে আলু কিনে খেতে হবে? প্রশ্ন তোলেন মমতা। এরপরই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী রীতিমোত হুঙ্কার দিয়ে বলেন, “আমি তো বলেছিলাম, তোমাদের আলু যদি অতিরিক্ত হয়েও যায় আইসিডিএস, মিড ডে মিলে নিয়ে নেব। তারপরও কীভাবে বাংলার মানুষকে বিপদে ফেলে বাইরে আলু পাঠানোর সাহস হয়? এখনই পদক্ষেপ করুন।” একই সঙ্গে বাংলায় উৎপাদিত পিঁয়াজে রফতানি নিয়ে সতর্ক করেন মমতা।

বৈঠকে ছিলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, প্রদীপ মজুমদার ও বেচারাম মান্না। এদিন অ্যাগ্রো মার্কেটিং ডিপার্টমেন্টের দায়িত্ব বেচারামের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। এতদিন ওঙ্কার মিনার হাতে ছিল মার্কেটিং এবং অ্যাগ্রো মার্কেটিং ডিপার্টমেন্ট। প্রতি সপ্তাহের স্টক মিলিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।








spot_img

Related articles

রাজধানীর নিরাপত্তায় এত খামতি! স্বরাষ্ট্র মন্ত্রককে তোপ অভিষেকের

রাজধানীর নিরাপত্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই রাজধানী দিল্লিতে প্রাণখুলে বাঁচতে চাওয়া মানুষকে নিরাপত্তা দেওয়া নিয়ে বারবার উঠেছে প্রশ্ন...

বিস্ফোরক ধরা পড়তেই তড়িঘড়ি প্ল্যান-বি! দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী হামলার তত্ত্বের সন্দেহ

ধীরগতিতে চলা আই-টোয়েন্টি গাড়ি। তার সূত্র ধরেই দিল্লি বিস্ফোরণের জট ছাড়ানোর চেষ্টায় দেশের একাধিক এজেন্সি। প্রায় ১০০টি সিসিটিভি...

ধর্মেন্দ্র প্রয়াত! সকাল থেকে মৃত্যুর খবরে ধন্দ, ‘মিথ্যা’ দাবি ইশা দেওলের

গুরুতর অসুস্থ ছিলেন। সোমবার তাঁকে ভেন্টিলেশনেও দেওয়া হয়েছিল। চোখের জল ফেলে হাসপাতালে বাবাকে দেখতে এসেছিলেন সানি দেওল (Sunny...

কড়া নিরাপত্তায় শুরু বিহারের দ্বিতীয় দফার নির্বাচন: নজরে গুরুত্বপূর্ণ কেন্দ্র

প্রথম দফা নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোট দানে বিহারে জমে উঠেছে বিধানসভা নির্বাচন। প্রথম দফায় ১২১টি আসনে নির্বাচনে ভোটদানের হার...