Sunday, August 24, 2025

সোমে কালীঘাটে তৃণমূলের কর্মসমিতির বৈঠক ডাকলেন মমতা, থাকবেন অভিষেক

Date:

Share post:

রাজ্যের ৬ কেন্দ্রে উপনির্বাচনেই বিপুল জয়। এমনকী এবার দখলে এসেছে মাদারিহাট কেন্দ্রটিও। এই পরিস্থিতিতে আজ বিকেল চারটেয় কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক। তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandyopadhyay) নেতৃত্বে বৈঠকে থাকবেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি -সহ কর্মসমিতির সদস্যরা। ভোটের ফলের পর্যালোচনার পাশাপাশি সাংগঠনিক রদবদল নিয়েও এই বৈঠকে আলোচনা হতে পারে। একইসঙ্গে সোমবার থেকে শুরু হওয়া সংসদের অধিবেশনে সাম্প্রতিক ইস্যুগুলি নিয়ে তৃণমূলের রণকৌশলের বিষয়ও এই বৈঠকে স্থান পেতে পারে বলে সূত্রের খবর।

শনিবার বাংলার ৬ আসনের উপনির্বাচনের ফলে সবুজ ঝড়। ছয়ে ৬ তৃণমূলের। বিজেপির দখলে থাকা মাদারিহাট কেন্দ্রটিও এসেছে রাজ্যের শাসকদলের দখলে। এক্ষেত্রে ভোট শতাংশ নিয়ে বিশ্লেষণ হতে পারে। কারণ, ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এই উপনির্বাচনগুলি যে কোনও রাজনৈতিক দলের কাছে অ্যাসিড টেস্ট। একই সঙ্গে ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে ফল প্রকাশ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণের মডেল জয়ী হয়েছে মহারাষ্ট্রে। এদিকে আঞ্চলিকদলকে প্রাধান্য দিয়ে I.N.D.I.A. জয় পেয়েছে ঝাড়খণ্ডে। এই পরিস্থিতি বিশ্লেষণ করে ২৬-এর রণকৌশল স্থির হতে পারে এদিনের কর্ম সমিতির বৈঠকে।

বেশ কিছুদিন ধরেই তৃণমূলের সাংগঠিক স্তরে রদবদলের জল্পনা চলছে। ৭ নভেম্বর জন্মদিনে সাংবাদিকদের সঙ্গে একান্ত আলাপচারিতায় দলে সাংগঠনিক রদবদলের জল্পনা উস্কে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। জানিয়ে ছিলেন, “আমার কাজ আমি করে দিয়েছি। চোখে অস্ত্রোপচারের আগেই কোথায় কাকে বদল করা উচিত, সে ব্যাপারে নেত্রীকে রিপোর্ট দিয়ে গেছি। এবার নেত্রী সিদ্ধান্ত নেবেন“ সূত্রের খবর, এই সব বিষয় নিয়ে আলোচনা হতে পারে কর্মসমিতির বৈঠক।

এর পাশাপাশি, সোমবার থেকে শুরু বিধানসভা ও লোকসভার শীতকালীন অধিবেশন। লোকসভায় দলের অবস্থান কী হবে, আদানি-সহ কেন্দ্রীয় সরকারের বিরোধিতার ইস্যু নিয়ে অধিবেশনে কী স্র্যা টিজি নেওয়া হবে- সে বিষয়েও বৈঠকে আলোচনা হতে পারে। তবে আলোচনার বিষয় নিয়ে তৃণমূলের তরফে কোনও তথ্য মেলেনি।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...