Sunday, August 24, 2025

এক মাসে সাড়ে ১২ হাজার কোটি সহায়তা, ডিসেম্বরেই রেকর্ড গড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার

Date:

Share post:

ডিসেম্বর শেষের আগেই রেকর্ড গড়তে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বাধীন মা-মাটি-মানুষের সরকার। বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পে সাধারণ মানুষের অ্যাকাউন্টে এক মাসের মধ্যে সাড়ে ১২ হাজার কোটি টাকা পাঠানো হবে। কেন্দ্রের ভরসায় না থেকে এককভাবে কোনও রাজ্য সরকারের এই কীর্তি এই প্রথম। নভেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু করে আসন্ন ডিসেম্বরেই এই রেকর্ড গড়তে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কোনও মুখ্যমন্ত্রী যা পারেননি, মমতা বন্দ্যোপাধ্যায় তা করে দেখাবেন বাংলার মানুষের উন্নয়নের স্বার্থে।

কেন্দ্রের বঞ্চনার জবাব দিতে এর আগে একশো দিনের কাজের বকেয়া মিটিয়েছেন তিনি। প্রতিশ্রুতিমতো একশো দিনের কাজের শ্রমিকরা তাঁদের প্রাপ্য পেয়েছেন। বিকল্প হিসেবে কর্মশ্রী প্রকল্প চালু করে নজির গড়েছেন। কেন্দ্রের তোয়াক্কা না করে এবার আবাস যোজনার আওতায় বাংলার গরিব মানুষের মাথার উপর ছাদ তৈরি করে দেবেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশ, ১৫ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে ১২ লক্ষ গৃহহীন পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলার বাড়ির প্রথম কিস্তির এককালীন ৬০ হাজার টাকা পাঠাতে হবে। অর্থাৎ এই খাতে ডিসেম্বর মাসেই ৭২০০ কোটি টাকা পাঠাবে তৃণমূল সরকার। এই মর্মে পঞ্চায়েত দফতর ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে। ডিসেম্বর লক্ষ্মীর ভাণ্ডারের জন্য বরাদ্দ হয়েছে ২৩০০ কোটি টাকা। লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের তালিকায় সংযুক্ত হয়েছে আরও ৫ লক্ষ ৭ হাজার নাম। মোট ২ কোটি ২১ লক্ষ উপভোক্তা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। এছাড়াও নতুন কৃষক বন্ধু প্রকল্পে ১ কোটি ৮ লক্ষ ৯৫ হাজার কৃষককে সহায়তা দেওয়া হবে ২৯৪৩ কোটি টাকা। ২২ নভেম্বর থেকে এই টাকা ছাড়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ৫৮৯৫ কোটি টাকা এ বছরের রবি মরসুমের সহায়তা। এ বছর মোট ২১,১৩৪ কোটি টাকা এ পর্যন্ত দেওয়া হল কৃষক, বর্গাদার ও ভাগচাষিদের।

আরও পড়ুন- আপাতত জমিয়ে শীতের আমেজ রাজ্যে


 

spot_img

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...