Monday, August 25, 2025

প্যান কার্ডে যুক্ত হচ্ছে কিউআর কোড! কী কী সুবিধা পাওয়া যাবে এবার

Date:

Share post:

প্যান কার্ডে (PAN Card) এবার বড়সড় বদল আসতে চলেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, প্যান কার্ডের সঙ্গে কিউআর কোড (QR code) সংযুক্ত করার। নয়া এই সিদ্ধান্তের ফলে বেশ কিছু সুবিধা মিলবে আয়করদাতাদের (Income tax)।

সম্প্রতি প্যান ২.০ প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেজন্য বরাদ্দ করা হয়েছে ১,৪৩৪ কোটি টাকা। এক বিবৃতিতে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) জানিয়েছেন সে কথা। প্যান ২.০ (PAN 2.0) প্রকল্প চালু হলে প্যান কার্ডে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। সব থেকে উল্লেখযোগ্য এবার থেকে প্যান কার্ডে যুক্ত হবে কিউআর কোড (QR Code)। তারপরে বেশ কিছু সুবিধা মিলবে। তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দাবি, প্যান কার্ডে কিউআর কোড সংযুক্ত হওয়ার ফলে আর্থিক লেনদেন অনেক সহজতর হবে আয়করদাতাদের‌। সেই আর্থিক লেনদেনে বজায় থাকবে স্বচ্ছতাও। লেনদেনের গতিও বাড়বে। রোখা যাবে ডিজিটাল জালিয়াতি (digital fraud)। অর্থাৎ প্যান কার্ডে কিউআর কোড সংযুক্ত হলে সুরক্ষিত লেনদেনের সুবিধা পাবেন আয়কর দাতারা। সাধারণ মানুষের আর্থিক সুরক্ষা ও নিরাপত্তা আরও উন্নত করতেই এই পরিকল্পনা বলে জানিয়েছেন মন্ত্রী।

এই বিষয়ে এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) জানিয়েছেন, প্যান ২.০ (PAN 2.0) প্রকল্প আয়করদাতাদের অনেক সুবিধা দেবে। নতুন প্রযুক্তিতে তাঁরা অনেক স্বচ্ছ, সহজ এবং উন্নত পরিষেবা পাবেন। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী জানান, ডিজিটাল ইন্ডিয়ার লক্ষ্যে প্যান ২.০ প্রকল্প এক উল্লেখযোগ্য পদক্ষেপ। ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড হয়ে উঠবে সুরক্ষা কবচ।

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...