Friday, January 30, 2026

সংসদে অভিষেক: দলীয় সাংসদদের অধিবেশনে তৃণমূলের রণকৌশল বার্তা, বুধে সংসদীয় দলের বৈঠক

Date:

Share post:

জাতীয় কর্মসমিতির বৈঠকে দিল্লিতে দলের মুখপাত্র ঘোষণা হওয়ার পরের দিনই রাজধানীতে হাজির তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দিল্লিতে পা দিয়েই সংসদে পৌঁছে যান অভিষেক৷ দলীয় সাংসদদের সঙ্গে একপ্রস্থ বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ।

সোমবার কালীঘাটে জাতীয় কর্মসমিতির বৈঠকে যোগ দিয়েছিলেন অভিষেক৷ এর পরেই মঙ্গলবার সকালেই দিল্লি (Delhi) পৌঁছে সরাসরি সংসদে যান ডায়মন্ড হারবারের সাংসদ৷ সেখানে তাঁকে স্বাগত জানান তৃণমূল (TMC) সাংসদরা। তৃণমূল সূত্রের খবর, এর পরেই সংসদে দলীয় পার্টি অফিসে বসেই দলের সাংসদদের সঙ্গে আধ ঘণ্টা বৈঠক করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বর্তমান সংসদীয় রাজনীতির পরিস্থিতি জানেন তিনি।

তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে এবারের শীতকালীন অধিবেশনে বাংলার সঙ্গে বঞ্চনা, দ্রব্যমূল্য বৃদ্ধি, সারের দাম বৃদ্ধি, বাংলার বকেয়া বিপুল পরিমাণ টাকা আটকে রাখা, সারের দাম বৃদ্ধি এবং মণিপুরের হিংসা নিয়ে সংসদে সুর চড়াবেন দলীয় সাংসদরা- বার্তা দেন অভিষেক। এর পরেই তিনি জানান, চলতি সংসদীয় অধিবেশনে কোন পদ্ধতিতে এগোনো হবে তার রূপরেখা তৈরির জন্য বুধবার তৃণমূলের সংসদীয় দলের বৈঠক হবে৷

সংক্ষিপ্ত আলাপচারিতার মধ্যেই অভিষেক (Abhishek Banerjee) দলের প্রত্যেক সাংসদের কুশল জানতে চান অভিষেক। অনেক সাংসদ দলীয় কাজে রাজ্যে ব্যস্ত থাকায় এদিন দিল্লিতে পৌঁছতে পারেননি৷ তাঁরা বুধবার তৃণমূলের সংসদীয় দলের বৈঠকে যোগ দেবেন বলে অভিষেককে জানান দলের বর্ষীয়ান সাংসদরা। অন্যান্য সাংসদের মধ্যে অভিষেকের সঙ্গে এদিনের বৈঠকে যোগ দিয়েছিলেন দলের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়ান, লোকসভায় মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভা সাংসদ নাদিমুল হক, লোকসভার সাংসদ শতাব্দী রায়, জুন মালিয়া, অসিত মাল, ইউসুফ পাঠান, প্রতিমা মণ্ডল প্রমুখ৷ বৈঠকের পরে সংসদ ভবনের মকরদ্বারের সামনে দাঁড়িয়ে দলের সাংসদদের সঙ্গে ছবিও তোলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক।








spot_img

Related articles

আজকের রাশিফল

মেষ: পথে আজ সামান্য কাঁটা থাকতে পারে, তবে ঘাবড়াবেন না। কলম যাঁদের হাতিয়ার, তাঁদের জন্য আজ সাফল্যের দিন।...

হিরের দ্যুতিতে সাজবে শহর, শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে শুরু হল ‘গ্লিটারিয়া’ উৎসব

সাধারণ মধ্যবিত্তের নাগালের মধ্যে হিরের গয়নাকে পৌঁছে দিতে ফের হাজির হল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। ৩০ জানুয়ারি থেকে...

জ্যোতি বসুর রেকর্ড ভাঙবেন মমতাই! ফুলিয়ার জনসভা থেকে চ্যালেঞ্জ কুণালের

মুখ্যমন্ত্রী হিসেবে জ্যোতি বসুর দীর্ঘ মেয়াদের রেকর্ড শুধু ভাঙবেনই না, মমতা বন্দ্যোপাধ্যায় এমন এক নজির গড়বেন যা দেশের...

কৃত্তিবাসী রামায়ণ এখনও কেন ফ্রান্সে? ফেরাতে উদ্যোগী কুণাল

কৃত্তিবাসী রামায়ণের আদি পাণ্ডুলিপি এ দেশে নেই, রয়েছে সুদূর ফ্রান্সের এক জাদুঘরে। বৃহস্পতিবার নদিয়ার ফুলিয়ায় গিয়ে এমনই এক...