উত্তরপ্রদেশের লখনউ আগ্রা এক্সপ্রেসওয়েতে (Lucknow Agra Expressway) নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ভেঙে দিল গাড়ি। ধাক্কা মারল ট্রাকে। মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু পাঁচ ডাক্তারের। গুরুতর আহত এক চিকিৎসক।

সোফিয়া মেডিক্যাল কলেজের ,(Sophia Medical College) ৬ চিকিৎসক মঙ্গলবার রাতে লখনউতে এক বিয়ে বাড়ি গেছিলেন বলে খবর। বুধবার ভোর সাড়ে তিনটা নাগাদ গাড়ি করে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান গাড়ি চালক কোন ভাবে ঘুমিয়ে পড়ায় তীব্র গতি নিয়ন্ত্রণ করা যায়নি। ডিভাইডার ভেঙে গাড়ি অন্য লেনে ঢুকে যায়। চিকিৎসাধীন ডাক্তারের অবস্থা আশঙ্কাজনক বলে খবর মিলেছে।
