Wednesday, August 27, 2025

প্যান কার্ড বদল নিয়ে বিভ্রান্তি! এখনই আবেদন নয়, জানালো অর্থমন্ত্রক

Date:

Share post:

প্যান কার্ডে (PAN Card) জুড়ে যাবে কিউআর কোড (QR Code), কেন্দ্রীয় সরকারের এই ঘোষণার পরই বিভ্রান্তি ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভা অত্যাধুনিক প্রযুক্তির ‘ডায়নামিক কিউআর কোড’-সহ প্যান কার্ড চালু করার কথা জানিয়েছে। কিন্তু এই ঘোষণার পর থেকেই সাধারণ মানুষের মনে একগুচ্ছ প্রশ্ন তৈরি হয়েছে। এই কার্ড করে কী সুবিধা হবে? এখনই কী কার্ড বদল করতে হবে? পুরনো প্যান কার্ডের আয়ু কত দিন? নতুন কার্ডের জন্য কীভাবে আবেদন করতে হবে? হঠাৎ করে জনমানসে বিভ্রান্তি তৈরি হওয়ায় নয়া বার্তা দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক (Union Ministry of Finance)। দেশবাসীকে আশ্বস্ত করে জানানো হয়েছে যে, যাঁদের কাছে প্যান কার্ড রয়েছে, তাঁদের এই নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে না(existing PAN card holders are not required to apply for new PAN)। পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বরও (PAN) বদলের প্রয়োজন আপাতত নেই।তবে কার্ডে নাম, ঠিকানা, ই-মেল, মোবাইল নম্বর বদলের প্রয়োজন হলে নতুন প্যান কার্ডের জন্য আবেদন করা যেতে পারে। সে জন্য আধুনিক প্যান কার্ড ব্যবস্থা অর্থাৎ ‘প্যান ২.০’ চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

‘ডায়নামিক প্যান কার্ড’- সম্পর্কে কেন্দ্রের ঘোষণার পর থেকেই ধোঁয়াশা তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে। অনেকে আবার QR কোডের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলছেন। অর্থমন্ত্রক বলছে, ২০২৩-এর বাজেটেই বলা হয়েছিল যে সমস্ত ব্যবসায়ী সংস্থাকে প্যান কার্ড নিতে হবে। পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর দিয়েই সমস্ত ব্যবসায়ী সংস্থাকে চিহ্নিত করা হবে। শুধুমাত্র প্যান-ই এ জন্য ব্যবহার করা হবে। এখন প্যান সংক্রান্ত পরিষেবার জন্য বিভিন্ন পোর্টাল থাকলেও আগামিতে ‘প্যান ২.০’ চালু হলে একটিই পোর্টাল থাকবে। যাঁদের কাছে কিউআর কোড-হীন প্যান কার্ড আছে, তাঁরা নতুন কার্ডের জন্য আবেদন করতেই পারেন। তা এখন বা ‘প্যান ২.০’ চালু হওয়ার পরেও করা যাবে। এখনই এই নিয়ে চিন্তিত হওয়ার বা উদ্বেগের কিছু নেই।


spot_img

Related articles

১৫ দিন আগে থেকেই কলকাতায় ‘পুজো শপিং স্পেশাল’ বাস: পরিবহন মন্ত্রী

হাতে গুণে আর একমাস। পুজো মণ্ডপের ৫০ শতাংশ কাজ শেষ অননেক জায়গাতেই। জমিয়ে চলছে কেনাকাটা। ফলে প্রয়োজন অতিরিক্ত...

মিথিলার জীবনে সুখবর! সোশ্যাল মিডিয়ায় পোস্ট সৃজিতের

সুখবর দিলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)। গণেশ চতুর্থীর প্রাক্কালে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুশির খবর...

মুম্বইয়ে বহুতল ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩, ধ্বংসস্তূপে আটকে বহু

বুধবার গণেশ চতুর্থী। মুম্বই(Mumbai) জুড়ে এখন উৎসবের আমেজ। কিন্তু এরই মধ্যে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। মুম্বইয়ের কাছেই ভিরারে...

ফেডারেশনের ব্যর্থতায় সংকটে ভারতীয় ফুটবল! ক্লাবগুলির এএফসি ম্যাচে অংশগ্রহণ অনিশ্চিত

চরম সংকটের মুখে ভারতীয় ফুটবল (Indian football)। এআইএফএফ-র (AIFF) অপদার্থতায় শুধু ভারতীয় ফুটবল দলই নয় একইসঙ্গে চরম অনিশ্চয়তার...