Thursday, December 25, 2025

প্যান কার্ড বদল নিয়ে বিভ্রান্তি! এখনই আবেদন নয়, জানালো অর্থমন্ত্রক

Date:

Share post:

প্যান কার্ডে (PAN Card) জুড়ে যাবে কিউআর কোড (QR Code), কেন্দ্রীয় সরকারের এই ঘোষণার পরই বিভ্রান্তি ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভা অত্যাধুনিক প্রযুক্তির ‘ডায়নামিক কিউআর কোড’-সহ প্যান কার্ড চালু করার কথা জানিয়েছে। কিন্তু এই ঘোষণার পর থেকেই সাধারণ মানুষের মনে একগুচ্ছ প্রশ্ন তৈরি হয়েছে। এই কার্ড করে কী সুবিধা হবে? এখনই কী কার্ড বদল করতে হবে? পুরনো প্যান কার্ডের আয়ু কত দিন? নতুন কার্ডের জন্য কীভাবে আবেদন করতে হবে? হঠাৎ করে জনমানসে বিভ্রান্তি তৈরি হওয়ায় নয়া বার্তা দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক (Union Ministry of Finance)। দেশবাসীকে আশ্বস্ত করে জানানো হয়েছে যে, যাঁদের কাছে প্যান কার্ড রয়েছে, তাঁদের এই নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে না(existing PAN card holders are not required to apply for new PAN)। পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বরও (PAN) বদলের প্রয়োজন আপাতত নেই।তবে কার্ডে নাম, ঠিকানা, ই-মেল, মোবাইল নম্বর বদলের প্রয়োজন হলে নতুন প্যান কার্ডের জন্য আবেদন করা যেতে পারে। সে জন্য আধুনিক প্যান কার্ড ব্যবস্থা অর্থাৎ ‘প্যান ২.০’ চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

‘ডায়নামিক প্যান কার্ড’- সম্পর্কে কেন্দ্রের ঘোষণার পর থেকেই ধোঁয়াশা তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে। অনেকে আবার QR কোডের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলছেন। অর্থমন্ত্রক বলছে, ২০২৩-এর বাজেটেই বলা হয়েছিল যে সমস্ত ব্যবসায়ী সংস্থাকে প্যান কার্ড নিতে হবে। পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর দিয়েই সমস্ত ব্যবসায়ী সংস্থাকে চিহ্নিত করা হবে। শুধুমাত্র প্যান-ই এ জন্য ব্যবহার করা হবে। এখন প্যান সংক্রান্ত পরিষেবার জন্য বিভিন্ন পোর্টাল থাকলেও আগামিতে ‘প্যান ২.০’ চালু হলে একটিই পোর্টাল থাকবে। যাঁদের কাছে কিউআর কোড-হীন প্যান কার্ড আছে, তাঁরা নতুন কার্ডের জন্য আবেদন করতেই পারেন। তা এখন বা ‘প্যান ২.০’ চালু হওয়ার পরেও করা যাবে। এখনই এই নিয়ে চিন্তিত হওয়ার বা উদ্বেগের কিছু নেই।


spot_img

Related articles

ছায়ানটের ঘটনায় প্রতিবাদ! ঢাকা সফর বাতিল রাশিদ-পুত্র আরমানের

ওপার বাংলার সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার প্রতিবাদে সরব হলেন প্রখ্যাত সরোদশিল্পী ওস্তাদ রাশিদ খানের পুত্র...

বাংলাদেশে ফের গণপিটুনিতে মৃত যুবক: গ্রেফতার নিহতেরই সঙ্গী!

চাঁদাবাজ তকমা দিয়ে ফের এক যুবককে পিটিয়ে খুনের ঘটনা বাংলাদেশে। নির্বাচনের (Bangladesh election) মাত্র দুমাস আগে এই ঘটনায়...

বড়দিনে কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড! ভস্মীভূত অন্তত ৫০টি ঝুপড়ি

বড়দিনের আনন্দ মুহূর্তে বিষাদে পরিণত হল খাস কলকাতায়। বৃহস্পতিবার বিকেলে গার্ডেনরিচের পাহাড়পুর এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল...

প্রেমে প্রত্যাখ্যান! তরুণীকে বিষ খাইয়ে খুন প্রেমিকের

প্রেমের প্রস্তাবে (love proposal) রাজি না হওয়ায় তরুণীকে বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে। মৃত...