Thursday, December 25, 2025

ফের টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে যশপ্রীত বুমরা

Date:

Share post:

ফের টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে যশপ্রীত বুমরা। পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেট নেওয়ার পর বুমরার রেটিং পয়েন্ট এখন ৮৮৩, যা তার কেরিয়ারে সর্বোচ্চ। একই টেস্টে সেঞ্চুরি করা ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে উঠেছেন ২ নম্বরে। এটা তাঁর কেরিয়ারে সেরা।বাঁহাতি এই ওপেনারের রেটিং পয়েন্ট এখন সর্বোচ্চ ৮২৫। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নেওয়া বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ এগিয়েছেন ১৬ ধাপ।

গত বছরের ফেব্রুয়ারিতে ভারতের প্রথম পেসার হিসেবে টেস্টে এক নম্বর বোলার হয়েছিলেন বুমরা। এরপর সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনের কাছে শীর্ষস্থান হারান।গত অক্টোবরে আবারও সরিয়ে দেন অশ্বিনকে। এবার জায়গা পুনরুদ্ধারের আগে সর্বশেষ তিনি জায়গা হারিয়েছিলেন কাগিসো রাবাদার কাছে। রাবাদা এখন নেমে গিয়েছেন ২ নম্বরে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেট নেন তাসকিন। তার রেটিং পয়েন্ট এখন ৩৮৩, যা কেরিয়ারের সেরা। অ্যান্টিগাতে বাংলাদেশকে নেতৃত্ব মেহেদী হাসান মিরাজ নেমে গিয়েছেন এক ধাপ। তার অবস্থান ২৬ নম্বরে।তাইজুল ইসলামও ওয়েস্ট ইন্ডিজে ভালো করতে পারেননি। তাতে ৫ ধাপ নেমে গিয়ে তিনি অবস্থান করছেন ২৩ নম্বরে। বাংলাদেশের টেস্ট বোলারদের মধ্যে তিনিই আছেন শীর্ষে।

টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে এখনও শীর্ষে আছেন জো রুট। আপাতত হয়তো তিনিই থাকবেন। কারণ, দু নম্বরে থাকা জয়সওয়ালের চেয়ে ৭৮ পয়েন্ট এগিয়ে আছেন রুট। যদিও জয়সওয়াল যেভাবে ছন্দে আছেন তাতে অনেক কিছুই হতে পারে।পার্থে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৬১ রানের ইনিংস খেলেছিলেন এই ওপেনার। পার্থে সেঞ্চুরি করা বিরাট কোহলি এগিয়েছেন ৯ ধাপ। তার অবস্থান ১৩ নম্বরে। টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ৩২ নম্বরে আছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। দুজনে যৌথভাবে আছেন ৩২ নম্বরে।

ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবোয়ের বিপক্ষে সেঞ্চুরি করে সাইম আইয়ুব ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের ১০০ এর মধ্যে ঢুকেছেন। তার অবস্থান এখন ৯০তম। জিম্বাবোয়ে সিরিজে বিশ্রামে থাকায় শাহিন শাহ আফ্রিদি হারিয়েছেন বোলারদের শীর্ষস্থান। শীর্ষে ফিরেছেন রশিদ খান।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

 

 

spot_img

Related articles

মধ্যরাতে কর্নাটকের ট্রাক-বাসের ভয়াবহ সংঘর্ষে ঝলসে মৃত্যু অন্তত ১০ জনের

বড়দিনে ভয়াবহ দুর্ঘটনা কর্নাটকে। বেসরকারি একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের (bus truck accident) ফলে বাসে আগুন ধরে যাওয়ায়...

ক্রিসমাসে রক্তাক্ত ঢাকা, চার্চ টার্গেট করে বিস্ফোরণে মৃত ১

বড়দিনের উৎসব শুরু হবার আগেই বুধবার সন্ধ্যায় ককটেল বিস্ফোরণে রক্তাক্ত বাংলাদেশের ঢাকা (Blast in Dhaka, Bangladesh)। মগবাজার ফ্লাইওভারে...

ক্রিসমাসে ঝলমলে পার্কস্ট্রিট, সান্টা টুপি মাথায় বড়দিনের সকালে পিকনিক মুডে বাঙালি

দেখতে দেখতে বছর প্রায় শেষ হতে চলল। ক্রিসমাসের মধ্য দিয়েই যেন বর্ষবরণের আনন্দ অনুষ্ঠানের সূচনা হয়ে যায়। বড়দিনের...

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...