Saturday, August 23, 2025

আদানি ইস্যুকে বেশি গুরুত্ব নয়, অধিবেশনে জোর জনস্বার্থের বিষয়ে: দলের সংসদীয় বৈঠকে বার্তা অভিষেকের

Date:

Share post:

সম্প্রতি ঘুষ-কাণ্ডে নাম জড়িয়েছে আদানির নাম। সংসদের অধিবেশনের প্রথমদিনেই সেই বিষয় নিয়ে তুমুল শোরগোল। তবে, চলতি লোকসভা বা রাজ্যসভার অধিবেশনে এই বিষয়টিতে অত বেশি গুরুত্ব নয়। বদলে জোর দিতে হবে বাংলার বঞ্চনা, মূল্যবৃদ্ধি-সহ জনস্বার্থের বিষয়ে। বুধবার, দিল্লিতে দলের সংসদীয় বৈঠকে এই বার্তা দিয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

এদিন দলীয় সাংসদদের নিয়ে সংসদে তৃণমূলের পার্টি অফিসে বৈঠকে বসেন অভিষেক। সেখানেই তিনি জানান, আগের অধিবেশনের মতোই এবারও বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়ে সুর চড়াতে হবে। এর পাশাপাশি, বেকারত্ব, মূল্য বৃদ্ধি, মুদ্রাস্ফীতি, মণিপুরের পরিস্থিতি, সারের দাম বৃদ্ধি, সারের সরবরাহ কম- এই সব জনস্বার্থের বিষয়গুলি তোলা হবে সংসদের অধিবেশন। এই নিয়ে কেন্দ্রের মোদি সরকারের অবস্থান দাবি করা হবে।

আরও খবর: স্পিডব্রেকার হব না: শিণ্ডের দাবি সত্ত্বেও মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে নারাজ শিবসেনা

এদিন থেকেই লোকসভা (LokSabha) ও রাজ্য়সভার (RajyaSabha) শীতকালীন অধিবেশনের কাজ শুরু হয়েছে। কিন্তু প্রথমদিনই দুকক্ষই আদানি ইস্যুতে উত্তাল হয়। ফলে কিছুক্ষণের মধ্যেই অধিবেশন দিনের মতো মুলতুবি করে দিতে হয়। তবে, আদানি ইস্যু নিয়ে সংসদে তৃণমূলের অবস্থান এদিন দলীয় সাংসদদের কাছে স্পষ্ট করে দেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দলনেত্রীর দেখানো পথেই তিনি জানান, আদানি ইস্যুকে অত বেশি গুরুত্ব নয়। বদলে সাধারণ মানুষের ইস্যুই সংসদে তুলে ধরতে হবে।








spot_img

Related articles

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...