ঐশ্বর্যার মোবাইল ওয়ালপেপারে রহস্যময় ছবি! নামের পাশ থেকে উধাও ‘বচ্চন’ পদবি

অভিষেক-ঐশ্বর্যার (Abhishek Bachchan-Aishwarya Rai) দাম্পত্য ভাঙনের জল্পনার মাঝেই নিজের নামের পাশ থেকে ‘বচ্চন’ পদবি সরিয়ে

অভিষেক-ঐশ্বর্যার (Abhishek Bachchan-Aishwarya Rai) দাম্পত্য ভাঙনের জল্পনার মাঝেই নিজের নামের পাশ থেকে ‘বচ্চন’ পদবি সরিয়ে কি কোন বিশেষ বার্তা নিতে চাইলেন প্রাক্তন বিশ্বসুন্দরী? গত ৪৮ ঘণ্টায় এই বিতর্ক যখন মাথাচাড়া দিচ্ছে তখনই ঘটল আরেক ঘটনা। সম্প্রতি প্রকাশ্যে আসা এক ভিডিয়োয় দেখা গিয়েছে, বিমানবন্দর থেকে এক হাতে ফোন, অন্য হাতে একটি কালো ব্যাগ নিয়ে রাই সুন্দরী যখন বেরোচ্ছেন তখন মিডিয়ার ক্যামেরাবন্দি ঐশ্বর্যার ফোনের ওয়ালপেপারে রহস্যময় ছবি দেখা গেছে। তারপর অভি – অ্যাশের (Abhishek-Aishwarya relationship status) বিয়ে বিচ্ছেদ নিয়ে নয়া আলোচনা শুরু নেটপাড়ায়।

দুবাইয়ে এক অনুষ্ঠানে ঐশ্বর্যাকে শুধু রাই হিসেবে পরিচয় করানো হয়ে। ‘বচ্চন’ পদবি উধাও ছিল। তাতে বিচ্ছেদ-সন্দেহ আরও দানা বেঁধেছে। যদিও এই প্রসঙ্গে অভিষেক বা ঐশ্বর্যা দু’জনেরই মুখে কুলুপ। আর সেই সময়ই ঐশ্বর্যার ফোনের ওয়ালপেপারে থাকা ছবির এক ঝলক অনেক প্রশ্ন তুলে দিয়েছে। নেটাগরিকদের একাংশের মতে, বচ্চনবধূর ফোনের ওয়ালপেপারে তাঁর এবং আরাধ্যার ছবি রয়েছে।কেউ বলছেন শ্বশুর অমিতাভের (Amitabh Bachchan) সঙ্গে ছবি রয়েছে প্রাক্তন বিশ্ব সুন্দরীর। ভিডিয়োটি ইনস্টাগ্রামে ‘ভাইরাল ভায়ানি’ হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। বহু মানুষ কমেন্ট করেছেন।