অন্যান্য রোগের পাশাপাশি সারা দেশেই বাড়ছে এইচ-আইভি পজিটিভ রোগীর সংখ্যা৷ শুক্রবার দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ মালা রায়ের লিখিত প্রশ্নের জবাব দিতে গিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল লোকসভায় যে পরিসংখ্যান তুলে ধরেছেন, তাতে দেখা যাচ্ছে গত পাঁচটি আর্থিক বছরে দেশের বিভিন্ন প্রান্তে বেড়েছে এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা৷ এর মধ্যে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশে বিগত বছর গুলিতে সব থেকে বেশি বেড়েছে এইডস রোগীর সংখ্যা।

তৃণমূল সাংসদ মালা রায়ের প্রশ্নের উত্তরে জানানো হয়েছে এই সরকারি পরিসংখ্যান৷ এই প্রসঙ্গেই কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দাবি, দেশের বিভিন্ন প্রান্তে পরিচালিত হচ্ছে ন্যাশনাল এইডস এবং এসটিডি কন্ট্রোল প্রোগাম৷
এই কর্মসূচির আওতায় চিকিত্সা করা হচ্ছে এইচআইভি পজিটিভ রোগীদের৷

