শনিবার সকালে আগুন লাগল বারাণসী রেলস্টেশন চত্বরে (Varanasi)। চোখের নিমেষে পুড়ে ছাই পার্কিং লটে থাকা ২০০ টিরও বেশি গাড়ি। যদিও হতাহতের কোন খবর মেলেনি। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও দমকল বাহিনী।। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। আগুন নেভানোর কাছে হাত লাগান RPF কর্মীরাও। দমকলের বারোটি ইঞ্জিন তাই দু’ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে বলে খবর।

রেল সূত্রে খবর, এদিন সকালে স্টেশনের পার্কিং লটে প্রথম আগুনের বিষয়টি নজরে আসে। দ্রুত কালো ধোয়ায় ঢেকে যায় চারপাশ। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। রেল কর্মীদের মোটরবাইক থেকে শুরু করে একাধিক চার চাকার গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। উত্তরপ্রদেশ পুলিশ (Uttarpradesh Police) মনে করছে এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রচুর আর্থিক ক্ষতি হয়েছে। যদিও সঠিক হিসেব এখনো জানা যায়নি।
