Sunday, November 9, 2025

‘অপরাজিতা বিল’ রাষ্ট্রপতি পাশ না করলে প্রাইভেট মেম্বার বিল আনব: গর্জে উঠলেন অভিষেক

Date:

Share post:

ডায়মন্ড হারবারের (Diamond Harbour) ‘সেবাশ্রয়’-এর সূচনায় ১২০০ চিকিৎসকের সম্মেলন। আর সেই মঞ্চ থেকে অপরাজিতা বিল পাশের দাবিতে গর্জে উঠলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি সাফ জানালেন, বিরোধীরাও যদি সংসদের অ্যান্টি রেপ বিল আনে, তিনি নিজে সেটা সমর্থন করবেন। একই সঙ্গে পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হওয়া ‘অপরাজিতা বিল’ দ্রুত আইনে পরিণত করার দাবি জানান অভিষেক। না হলে তৃণমূল বৃহত্তর আন্দোলনে যাবেন বলেও জানান অভিষেক।

শনিবার, আমতলায় মেগা সম্মেলন থেকে অভিষেক জানান, আর জি করের ঘটনায় প্রথমদিন থেকে বলেছি যে বা যারা এই কাজ করছে তাদের বাঁচার অধিকার নেই। তৃণমূল সাংসদের কথায়, এই নারকীয় ঘটনা বন্ধের একমাত্র পথ কঠোর আইন আনা। রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা করেছেন ‘অপরাজিতা বিল’ বিধানসভায় পাশ করিয়ে। এখন সেটি রাষ্ট্রপতির কাছে পড়ে রয়েছে। এই বিল পাশ হয়ে গেলে, তা অন্যান্য রাজ্যের আইন করা যেতে পারে। অভিষেক বলেন, হত তিন মাস ধরে অভয়ার মৃত্যু নিয়ে এত প্রতিবাদ হচ্ছে আর তার মধ্যে দেশজুড়ে প্রতি ১০মিনিটে ধর্ষণ হচ্ছে। ডায়মন্ড হারবারের সাংসদের কথায়, এতেই প্রমাণ হয়, ধর্ষণের অপরাধে মৃত্যুদণ্ডের আইন প্রয়োজন। অভিষেক জানান, ‘অপরাজিতা বিল’ রাষ্ট্রপতি পাশ না করলে আমি প্রাইভেট মেম্বার বিল আনব। কঠোর আইন পাশ হলে তবেই ধর্ষণ বন্ধ হবে-মত তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

অভিষেক বলেন, জি টুয়েন্টির সময় অর্ডিন্যান্স করে দিল্লির সরকারের ক্ষমতা কেড়ে নিয়েছিল কেন্দ্র। তাহলে এখন কেন অ্যান্টি রেপ বিল আনছে না! অপরাজিতা বিল আইন হলে দোষী ৫০ দিনে শাস্তি পাবে। তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, পারিপার্শ্বিক প্রমাণ যদি মেলে তাহলে কেন ৫ বছর ধরে দোষীকে খাওয়াব? কেন তাঁর প্রাণ দণ্ড হবে না? হিসেব দিয়ে তিনি বলেন, একজন বন্দিকে খাওয়াতে দিন ৩০০ টাকা খরচ হয়। ৫ বছরে ৬ লাখ টাকা খরচ। সেই টাকায় ৬টা গরিব মানুষ বাড়ি সে পাবেন।

অপরাজিত বিল রাষ্ট্রপতি পাশ না করলে আগামী দিনে বৃহত্তরে আন্দোলনে যাবেন বলে জানান অভিষেক।








spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...