Saturday, November 8, 2025

দেশের মধ্যে শুধু কলকাতায় হঠাৎ বাড়ল পেট্রোল-ডিজেলের দাম!

Date:

Share post:

কলকাতাবাসীর উপর বাড়তি বোঝা, সারা দেশের মধ্যে শুধুমাত্র মহানগরীতেই বাড়লো পেট্রোল-ডিজেলের দাম (Petrol Diesel price hike in Kolkata only)। ডিসেম্বরের পয়লা তারিখ থেকে দু’টি পরিবহণ জ্বালানির লিটারই ৬ পয়সা করে বেড়েছে। ফলে পেট্রোল হয়েছে ১০৫.০১ টাকা আর ডিজ়েল ৯১.৮২ টাকা। মূলত বিক্রেতাদের কমিশন বৃদ্ধি এবং গাড়ি ভাড়া সংক্রান্ত কিছু হিসেবের কারণেই দাম বৃদ্ধি বলে জানা যাচ্ছে। কিন্তু সারা দেশে কোথাও যখন পেট্রোপণ্যের দাম বাড়লো না সেখানে শুধু কলকাতায় কেন দাম বাড়লো তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।

খুচরো বাজারে ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির হার থেকে মুক্তি পেতে এবং খাদ্যপণ্যের অগ্নিমূল্যে নিয়ন্ত্রণ রাখার জন্য অবিলম্বে ডিজ়েলের দাম কমানোর দাবি জোরালো হচ্ছে। অথচ কলকাতায় আচমকা বেড়ে গেল পেট্রোল ও ডিজেলের দাম।এ নিয়ে তেল সংস্থার তরফে বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কিছু জানানো না হলেও, সূত্রের খবর স্থানীয় কারণে এই দাম বাড়ানো হয়েছে। এর সঙ্গে বিশ্ববাজারে দরের কোনও সম্পর্ক নেই। রাজ্যের বিভিন্ন স্থানে পাম্পে বিক্রি হওয়া তেলের দামের ফারাক নিয়ে বহু দিন ধরেই প্রশ্ন উঠছে। তাই গত কয়েক মাস ধরে তেল মন্ত্রকের নির্দেশ মেনে বিক্রেতা সংস্থাগুলি দেশের বিভিন্ন শহরে বিচ্ছিন্ন ভাবে স্থানীয় স্তরে সেই ফারাক কমানোর চেষ্টা করছে। ফলে কিছু কিছু জায়গায় কয়েক পয়সা করে বাড়ছে দাম। খবর রবিবার থেকে মুম্বই এবং রাঁচিতেও দাম বেড়েছে। আবার চেন্নাইয়ে পেট্রোলের দাম ১০ পয়সা কমেছে। বিক্রেতাদের কমিশন বৃদ্ধি এবং গাড়ি ভাড়া সংক্রান্ত কারোরই কারণেই শহরে তিলো তোমায় বাড়লো পেট্রোল ডিজেলের দাম। বর্তমানে কলকাতা ও তার পাশ্ববর্তী এলাকার অধিকাংশ পাম্পেই পেট্রল ১০৫ টাকা ও ডিজ়েল ৯১.৮১ টাকার আশেপাশে রয়েছে। তাই এই খুচরো দাম বৃদ্ধি কোন বড় প্রভাব ফেলবে না বলেই মত অনেকের।

ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি প্রসেনজিৎ সেন রবিবার বলেন, “বিভিন্ন পাম্পের মধ্যে লিটার প্রতি পেট্রোল-ডিজ়েলের দামে একটা ৪-৬ পয়সার পার্থক্য থেকে যাচ্ছিল। সেটা হচ্ছিল মূলত ডিপো থেকে পাম্পে তেল পরিবহণের খরচের কারণে। আশা করছি, এই দাম বদলের ফলে কলকাতা ও শহরতলির পাম্পে দামের অসাম্য থাকবে না।বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম সস্তা হওয়ায় জ্বালানির দর যখন কমার কথা, তখন এই বৃদ্ধি নিঃসন্দেহে হতাশাজনক বলছে আমজনতা।


spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...