Wednesday, November 26, 2025

ওয়াকফ নিয়ে রঙ বদল! বিধানসভায় দাঁড়িয়ে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কেন্দ্রের ওয়াকফ (WAQF) নীতি নিয়ে ফের সরব রাজ্যের মুখ্যমন্ত্রী। বিধানসভায় দাঁড়িয়ে কেন্দ্রের অপচেষ্টার পর্দাফাঁস করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সংশোধনী বিল নিয়ে কেন্দ্র যেভাবে বাংলাকে এড়িয়া যাওয়ার নীতি নিয়েছে কেন্দ্র, তা তাদের রঙ বদলানোর সুবিধার্থে, দাবি মুখ্যমন্ত্রীর। সেই সঙ্গে তৃণমূল সাংসদের বক্তব্যের অপব্যাখ্যারও কড়া জবাব দেন তিনি।

সোমবার বিধানসভায় (Bidhansabha) দাঁড়িয়ে কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ওয়াকফ বিল নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, আমরা সব ধর্মকে শ্রদ্ধা করি। ধর্ম যার যার উৎসব সবার। আজ যারা হঠাৎ করে রং পাল্টেছেন, গতকাল এক কথা বলতেন, আজ এক কথা বলছেন। সবটাই মিস লিডিং, ডেসটর্টিং। বলছেন, যেখানেই হাত দেবেন সেটাই নাকি ওয়াকফ। এটা নাকি আমাদের সাংসদ বলেছেন। এত বড় বাজে কথা কীভাবে বলছেন? সুর চড়িয়ে তিনি আরও বলেন, বাজেট ফেব্রুয়ারিতে। তার আগে এই বিল নিয়ে রাজ্যের সঙ্গে কথা বলবেন না? আর সময় কোথায়? আমরা একটা বিজ্ঞাপন দেখে অবজেকশন পাঠিয়েছিলাম। জানি না সেটা নিয়েছে কিনা। এই নিয়ে যে যৌথ সংসদীয় কমিটি বা জেপিসি হয়েছে তা আমাদেরই আন্দোলনের ফল। এটা না হলে তো কোনও আলোচনাই হত না। এই কমিটির কলকাতায় আসার কথা ছিল।

কিন্তু তাঁদের সফরগুলি বাতিল হয়ে গিয়েছে। কলকাতাকে এত ভয় কেন, প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী (Chief MInister)। বলেন, এখানে এলে আপনাদের কেউ কিছু বলতে পারত, কিন্তু তাঁরা এলেন না। নিশ্চয় ডাল মে কুছ কালা হ্যায়। তিনি বলেন, আমরা কারও ধর্মীয় সম্পত্তিতে হস্তক্ষেপ করতে পারি না। সাধুবাদ জানাই বেলুড় মঠকে। ওখানে দেখেছি একটা দরগা রয়েছে। মহারাজ বললেন ওটা প্রথম থেকেই আছে। তাদের দেখে মনে হচ্ছিল হিন্দু ধর্ম অনেক বড় আমরা হিন্দু-মুসলমানে ভাগাভাগি করি না। বালাজি ট্রাস্ট বা বেলুড় মঠে হস্তক্ষেপ করতে পারবেন? খ্রিস্টানদের সম্পত্তি দখল করতে পারবেন? শিখদের পারবেন? সংখ্যালঘুদের উপর রাগ কেন আপনাদের?

spot_img

Related articles

ভেরিফিকেশন পর্ব শেষ: বৃহস্পতিবার শুরু এসএসি-র ইন্টারভিউ প্রক্রিয়া

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ডিসেম্বরের মধ্যে এসএসসি-তে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ করতে সব পদক্ষেপই নিয়েছে রাজ্য শিক্ষা দফতর...

চুক্তিভঙ্গ, যাত্রাভঙ্গ: হেলিকপ্টার সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ রাজ্য সরকারের

মুখ্যমন্ত্রীর মতুয়া গড়ে যাওয়া নির্দিষ্ট থাকলেও তাতে কী গুরুত্ব দেয়নি হেলিকপ্টার সংস্থা? শেষ মুহূর্তে তাদের বিমার সমস্যায় হেলিকপ্টারে...

কীভাবে SIR চক্রান্ত বাংলায়: বিজেপিকে তোপে বনগাঁ থেকে বোঝালেন মমতা

এসআইআরের নামে এনআরসি করার চক্রান্ত চলছে! এমনই তোপ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁর জনসভা থেকে তিনি অভিযোগ করেন,...

মন্দিরবাজারের সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে তোপ তৃণমূলের, শুভেন্দুকে কটাক্ষ সুদীপের

দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে তৃণমূল কংগ্রেসের সভায় রবিবার জনস্রোত চোখে পড়ার মতো। সভার নেতৃত্বে ছিলেন তৃণমূলের মুখপাত্র সুদীপ...