৬ ডিসেম্বর থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। বর্ডার-গাভাস্কর ট্রফির এই ম্যাচ হতে চলেছে দিন-রাতের। যা হবে অ্যাডিলেডে। আর অ্যাডিলেড মানেই চিন্তা। ৩৬ রানে অল-আউট হওয়ার লজ্জার নজির। যা ভারতের ক্রিকেট ইতিহাসে বিরাট লজ্জার। আর তাই এই ম্যাচে নামার আগে ভারতীয়দের মনে চিন্তা। ২০২০’র সেই দিন ফিরে আসবে না তো আবার। যদিও অস্ট্রেলিয়ার উইকেটকিপার অ্যালেক্স কেরি জানান, সেই ঘটনা আর ঘটবে না।

এই নিয়ে কেরি বলেন, “ ক্রিকেটে এক দিনই এই ধরনের ঘটনা ঘটে। বার বার তা হয় না। আমরা জানি, এবার আর ভারতকে ৩৬ রানে অল আউট করা যাবে না। তাই আমরা ওই ফল নিয়ে কিছু ভাবছি না।“ এরপ্র তিনি আরও বলেন,” আমরা গোলাপি বলের টেস্টে এখনও হারিনি। তাই আমাদের আত্মবিশ্বাস অনেকটাই বেশি। আমরা সিরিজে ফিরতে চাই। অ্যাডিলেডেই সেটা করতে চাই। আমাদের পরিকল্পনা তৈরি। সেটা মাঠে নেমে কাজে লাগাতে হবে।“

বর্ডার-গাভাস্কর ট্রফির প্রথম টেস্টে দাপুটে জয় পায় ভারত। এবার সামনে দ্বিতীয় টেস্ট। টিম ইন্ডিয়া দলে দ্বিতীয় টেস্টে ফিরছেন রোহিত শর্মা। অপরদিকে চট সারিয়ে ফিরছেন শুভমন গিল।

আরও পড়ুন- আরসিবির নেতৃত্বে ফিরছেন বিরাটই, জল্পনার মাঝে মুখ খুললেন কোহলির এক সতীর্থ
