রেশনের ভর্তুকিতেও কেন্দ্রের বঞ্চনা! প্রশ্নের জবাবে প্রকাশ্যে শূন্যের ঝুলি

দ্রব্যমূল্য বৃদ্ধির হারের সঙ্গে যেন সমান হারেই কমিয়েছে খাদ্য ও সরবরাহ দফতরের ভর্তুকির (subsidy) পরিমাণ। বাংলার ক্ষেত্রে সেই বরাদ্দ এসে দাঁড়িয়েছে শূন্যে (NIL)

কেন্দ্র সরকার বাংলাকে বিভিন্ন প্রকল্পে যেভাবে বঞ্চনা করেছে তার ছবি প্রতিদিন স্পষ্ট হয়েছে কেন্দ্র সরকারেরই প্রকাশিত তথ্যে। ফের আরেক তথ্য সামনে এলো যেখানে স্পষ্ট রেশনের কেন্দ্রীয় বরাদ্দে অবিশ্বাস্যভাবে শূন্য ভর্তুকি বরাদ্দ হয়েছে বাংলার জন্য। সাংসদ মালা রায় ও সাংসদ দেবের প্রশ্নের জবাবে কেন্দ্রের খাদ্য ও সরবরাহ বিভাগ (Food and Supply Department) যে তালিকা পেশ করেছে সেখানে একমাত্র রাজ্য বাংলা যার খাতে গত আর্থিক বর্ষে বরাদ্দ হয়নি কোনও অর্থ।

তৃণমূল সাংসদরা কেন্দ্রের ক্রেতা সুরক্ষা ও খাদ্য ও সরবরাহ দফতরের (Consumer Affairs and Food and Supply Department) প্রশ্ন করেন এই দফতরের পক্ষ থেকে কোনও রাজ্যের জন্য কোনও বরাদ্দ বকেয়া রয়েছে কিনা। যদি কোনও বরাদ্দ বাকি থাকে, তবে তা কবে তুলে দেওয়া হবে তা জানতে চাওয়া হয়। উত্তরে কেন্দ্রের মন্ত্রী নিমুবেন বম্ভানিয়া দাবি করেন খাদ্য ও সরবরাহ দফতর কোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলকে কোনও বকেয়া রাখে না। রাজ্যগুলিরে সঙ্গে আলোচনার ভিত্তিতে তাদের চাহিদা অনুযায়ী প্রতি বছরের বরাদ্দের তালিকা তৈরি হয়। সাংসদদের প্রশ্নের জবাবে সব রাজ্যকে দেওয়া কেন্দ্রীয় বরাদ্দের তালিকে পেশ করে দফতর।

সেই তালিকা সামনে আসতেই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। বাংলার রেশন খাতে ২০২১-২২, ২০২২-২৩ অর্থবর্ষে টাকা বরাদ্দ হলেও ২০২৩-২৪ অর্থবর্ষে সেই তালিকায় জায়গা রয়েছে ফাঁকা। কোনও দ্বিধা ছাড়া সেই তালিকা পেশ করেই কেন্দ্রীয় দফতর দাবি করেছে কোনও রাজ্যের কোনও বকেয়া নেই কেন্দ্র সরকারের তরফে। ২০২৪ সালের অক্টোবর মাস পর্যন্ত এই তথ্যে স্পষ্ট বাংলা ছাড়া আর কোনও রাজ্যকেই এভাবে কেন্দ্রের মোদি সরকারের বঞ্চনার শিকার হতে হয়নি।

কেন্দ্রের দফতরের নিজেদের প্রকাশিত তথ্যেই দেখা যাচ্ছে প্রতি অর্থবর্ষে কীভাবে কমেছে কেন্দ্রীয় বরাদ্দ। একদিকে যখন দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া তখন কেন্দ্র সেই দ্রব্যমূল্য বৃদ্ধির হারের সঙ্গে যেন সমান হারেই কমিয়েছে খাদ্য ও সরবরাহ দফতরের ভর্তুকির (subsidy) পরিমাণ। বাংলার ক্ষেত্রে সেই বরাদ্দ এসে দাঁড়িয়েছে শূন্যে (NIL)। সেই সঙ্গে মন্ত্রকের দাবি তাঁদের কোনও রাজ্যের কাছে কোনও বকেয়া নেই।