Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

১) আইসিসি টেস্ট ব্যাটারদের র‍্যঙ্কিং-এ ধাক্কা খেল যশস্বী জসওয়াল-বিরাট কোহলিরা। আজ প্রকাশিত হয়েছে আইসিসি টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিং-এর তালিকা। সেখানে দেখা যাচ্ছে, র‍্যাঙ্কিং-এ পিছিয়ে গিয়েছেন বিরাট-যশস্বি। দ্বিতীয় স্থান হারাতে হয়েছে যশস্বীকে । র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েছেন বিরাটও।

২) ভারতীয় দলের অনুশীলনে সমর্থকদের প্রবেশ নিষিদ্ধ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। এই মুহুর্তে দ্বিতীয় টেস্টের প্রস্তুতিতে ব্যস্ত টিম ইন্ডিয়া। আর সেই প্রস্তুতির মাঝেই ক্রিকেটারদের উস্কানি সমর্থকদের। যার জেরে শেষ পর্যন্ত অনুশীলনে সমর্থকদের নিষিদ্ধ করে দিল বিসিসিআই।

৩) অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারতীয় দল। এদিন সংযুক্ত আরব আমিরশাহিকে ১০ উইকেটে হারিয়ে সেমিতে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। সৌজন্যে বৈভব সূর্যবংশী এবং আয়ুষ মাত্রে। ৬৭ অপরাজিত আয়ুষ। বৈভব অপরাজিত ৭৬ রানে। সেমিফাইনালে ভারতের সামনে শ্রীলঙ্কা।

৪) ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। এই টেস্ট থেকে দলে ফিরছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। দলে ফিরতে চলেছেন শুভমন গিলও। আর রোহিত ফেরাতে মনে করা হচ্ছে দ্বিতীয় টেস্টে ওপেনিং করবেন তিনি। আর এক্ষেত্রে জায়গা বদল হতে পারে কে এল রাহুলের। আর তাতে সাফল্য পেয়েছেন রাহুল। যদিও দলের স্বার্থে জায়গা পরিবর্তন করতে আপত্তি নেই রাহুলের।

৫) ‘আমরা একে অপরের সঙ্গে কথা বলিনা’, ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং নিয়ে এমনই বললেন আরেক প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। দু’জনে একের অপরের সতীর্থ। দেশ থেকে আইপিএল এক সঙ্গে খেলেছেন মাহি এবং ভাজ্জি। তবে একে অপরের সঙ্গে নাকি এখন আর কথা নেই। কেউ কথা বলেন না । এদিন এক সাক্ষাৎকারে এমনই বললেন হরভজন।

আরো পড়ুন- আইসিসি টেস্ট ব্যাটারদের র‍্যঙ্কিং-এ ধাক্কা বিরাট-যশস্বীর