উত্তর-পশ্চিমের হাওয়ায় পারদ পতন দক্ষিণবঙ্গে, তাপমাত্রা কমছে পশ্চিমের জেলায় 

কাঙ্খিত শীত (Winter) কি এই উইকেন্ডেই? গত ৪৮ ঘণ্টায় পারদ পতনের ট্রেন্ড দেখে রীতিমতো খুশি আমজনতা। উত্তর পশ্চিমের হাওয়ার দাপটে দক্ষিণবঙ্গে কমছে তাপমাত্রা (South Bengal Temperature) । যদিও এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা অনেকটাই কম। শুক্রবারের পর কলকাতা তাপমাত্রা ১৫ ডিগ্রি পর্যন্ত নামতে পারার আশা। যদিও বাঁকুড়া এবং পুরুলিয়াতে ইতিমধ্যেই চোদ্দোর ঘরে তাপমাত্রা ঘোরাফেরা করছে। কিন্তু বাকি জেলাগুলিতে জাঁকিয়ে শীত কবে? উত্তর দিলেন আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত (Somnath Dutta)। তিনি জানান, আজ থেকে রাজ্যে হাওয়া বদলের পূর্বাভাস রয়েছে ঠিকই কিন্তু বড় পারদ পতনের আশা নেই।

মৌসম ভবন (IMD) বলছে, মেঘমুক্ত ঝলমলে আকাশে শীতের আমেজ থাকলেও এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। অন্যান্য বছরের তুলনায় এবার পারদ পতনের পরিমাণও অনেকটা কম হতে চলেছে। সর্বনিম্ন গড় তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে সামান্য উপরেই থাকবে।বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৭ ডিগ্রি এবং ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আগামী ৩-৪ দিনে উত্তরবঙ্গের তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলায় ঠান্ডা বাড়বে।