Saturday, November 8, 2025

পাকিস্তান তোমাদের! বাংলাদেশের পাশে দাঁড়ানো ‘প্রতিবেশী’দের কটাক্ষ তসলিমার

Date:

Share post:

হঠাৎই বাংলাদেশের পাকিস্তান প্রীতি নজর কেড়েছে গোটা বিশ্বের। মহম্মদ ইউনুসের (Mohammed Yunus) অন্তর্বর্তী সরকারের একাধিক পদক্ষেপ স্পষ্ট করে দিয়েছে এবার বন্ধু ভারতের হাত ছেড়ে পাকিস্তানকেই (Pakistan) বন্ধু করতে চলেছে বাংলাদেশ। পাল্টা বাংলাদেশকে বুকে জড়িয়ে ধরতে চাইছে পাকিস্তানও। যে পাকিস্তান একসময় ৩০ লক্ষ বাংলাদেশের নাগরিককে হত্যা করেছিল, সেই পাকিস্তানকে বন্ধু হিসাবে বেছে নেওয়ায় কড়া প্রতিক্রিয়া দিলেন লেখিকা তসলিমা নাসরিনও (Taslima Nasreen)।

সম্প্রতি পাকিস্তানের পড়ুয়াদের জন্য দরজা খুলে দিয়েছে ইউনুসের বাংলাদেশ (Bangladesh)। এবার আরও একধাপ এগিয়ে পাকিস্তানি নাগরিকদের ভিসার (VISA) প্রক্রিয়া আরও সহজ করে দিল বাংলাদেশ সরকার। নির্দেশিকা জারি করে বলা হয়েছে যাতে পাকিস্তানের নাগরিকরা সহজে ভিসা পান তা দেখতে হবে। সেই সঙ্গে পাকিস্তানের বংশোদ্ভূত নাগরিকদের ভিসার ক্ষেত্রেও নরম পন্থা বাংলাদেশের। সেই সঙ্গে পাকিস্তানের সঙ্গে প্রকাশ্যে সম্পর্ক বাড়িয়ে ভারতের সঙ্গে দূরত্ব বাড়ানোর ঘোষণাও করে দিল ইউনুস সরকার। ভারতের উপর এত বছর নিত্য প্রয়োজনীয় জিনিস (essential products) যেমন, আলু, পেঁয়াজ, চিনির উপর নির্ভর করে এসেছে বাংলাদেশ। ভারতের সঙ্গে সংখ্যালঘু ইস্যুতে সংঘাত শুরুর পরেও বাণিজ্যিক ক্ষেত্রে কোনও তিক্ততা তৈরি করা হবে না। অথচ বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পাকিস্তান থেকে চিনি (sugar) কিনছে বাংলাদেশ। ইতিমধ্যেই ২৫ হাজার টন চিনির বরাত পাঠানো হয়েছে।

বাংলাদেশে পালাবদলের পরে পাকিস্তানের দিকে বন্ধুত্বের হাত বাড়ানোয় কার্যত উচ্ছ্বসিত পাকিস্তান। একসময় যে দেশকে নিজেদের অংশ দাবি করে পরাধীন করে রেখেছিল পাকিস্তান, সেই বাংলাদেশ স্বেচ্ছায় ধরা দেওয়ায় এবার পাকিস্তানেও বাংলাদেশের প্রতি সব রকম সাহায্যে প্রতিশ্রুতি প্রকাশিত হচ্ছে। পাক রাজনৈতিক নেতার সেরকমই একটি ভিডিও ভাইরাল হওয়ার পরে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তসলিমা (Taslima Nasreen)। তাঁর বক্তব্য, “যারা হত্যা করেছিল ৩০ লক্ষ বাঙালিকে (Bengalis), ধর্ষণ করেছিল ২ লক্ষ বাংলাদেশের নাগরিককে – বাঙালি প্রতারকরা সেই খুনি ধর্ষকদের গলা জড়িয়ে ধরেছে, এবং আজ তাদের বন্ধু বলা হচ্ছে। একেই বলে আত্মহননকারী বাঙালি।”

একদিকে বিশ্বমঞ্চে প্রকাশ্যে পাকিস্তানের হাত ধরেছে বাংলাদেশে। অন্যদিকে আভ্যন্তরিন ও কূটনৈতিক দরজাও পাকিস্তানের জন্য খুলে দিচ্ছে খালেদা জিয়ার দল বিএনপি (BNP)। সম্প্রতি ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার (Pakistan High Commissioner) সৈয়দ আহমেদ মারুফ দেখা করেন খালেদা জিয়ার (Khalida Jiya) সঙ্গে। মঙ্গলবার তাঁদের সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন আরও দুই পাক আধিকারিক। ফলে ইউনুস থেকে খালেদা, হাসিনা পরবর্তী বাংলাদেশ যে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভারতকে কোণঠাসা করতে চাইছে, তা ক্রমশ স্পষ্ট হচ্ছে।

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...